শুক্রবার ● ১২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » ইউনিয়ন পরিষদেও সরকারি দলের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হিড়িক
ইউনিয়ন পরিষদেও সরকারি দলের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হিড়িক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সংসদ সদস্যদের অনুসরণ করে ইউনিয়ন পরিষদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হিড়িক দেখা দিয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে সরকারি দল রাজনৈতিক সাফল্য হিসাবে দেখছে। এই ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনকেও পুরোপুরি অর্থহীন হয়ে পড়েছে।এই ধরনের নির্বাচন স্রেফ রাষ্ট্রীয় অর্থ ও সময়ের অপচয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে।তিনি বলেন, সরকারি দলের বিদ্রোহী প্রার্থীদেরকেও চাপ , হুমকি, জবরদস্তি ও প্রলোভন দিয়ে বসিয়ে দেয়া হচ্ছে।
তিনি ক্ষোভের সাথে বলেন , গতকাল ব্যাপক সহিংসতা ও প্রাণহানির মধ্যে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ ও দায়িত্বহীন।আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতিতে দিবালোকে প্রাণঘাতী সহিংসতা নিয়ে তাদের ন্যূনতম উদবেগ না থাকা ভয়ংকর আলামত।
তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গুরুত্বপূর্ণ অংগিকার ছিল সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা।কিন্তু বর্তমান সরকারসহ শাসকশ্রণী সাম্য চেতনার পাশাপাশি ভোটের অধিকারসহ গণতান্ত্রিক চেতনাকে বিসর্জন দিয়ে দেশকে পাকিস্তানি ধারায় ঠেলে দিয়েছে। মুক্ত যুদ্ধের অংগিকারকে অকার্যকর রাজনৈতিক পুঁজিতে পরিনত করেছে।যে কোন ভাবে ক্ষমতায় টিকে থাকতে নীতিহীন - আদর্শহীন রাজনৈতিক কৌশল অনুসরণ করছে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দিয়ে দেশকে ভয়ংকর বিপদের দেকে ঠেলে দিয়েছে।
তিনি এই গভীর অনিশ্চিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দেশের প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির রাজপথের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান।
আজ ১২ নভেম্বর শুক্রবার বিকালে বরিশালে কৃত্যনখোলা মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত সুধীসমাজের সাথে মতবিনিময় কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির বরিশাল জেলার আহবায়ক সিকদার হারুন রশীদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।