বুধবার ● ১০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » সামরিক স্বৈরতন্ত্র বিরোধী গণ আন্দোলনের শহীদ নূর হোসেনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
সামরিক স্বৈরতন্ত্র বিরোধী গণ আন্দোলনের শহীদ নূর হোসেনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী গণ আন্দোলনের বীর শহীদ নূর হোসেন এর সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আজ সকালে নূর হোসেনের স্মৃতি বেদীতে এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক , পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মীর মোফাজ্জল হোসেন মোশতাক , জোনায়েত হোসেন, কামরুজ্জামান ফিরোজসহ পার্টির নেতা কর্মীরা ফুলেল শ্রদ্ধায় শহীদের প্রতি সম্মান জানান।
নেতৃবৃন্দ নূর হোসেনের আত্মদানের সংগ্রামী চেতনায় কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম বিজয়ী করার অংগিকার ব্যক্ত করেন।