মঙ্গলবার ● ৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » আগামীকাল শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিবৃতি
আগামীকাল শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিবৃতি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে আগামীকাল ১০ নভেম্বর এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের আন্দোলনের বীর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বলেছেন,নূর হোসেন স্বৈরতন্ত্রকে পরাজিত করে যে গণতন্ত্রের জন্য আত্মাহুতি দিয়েছেন সে গণতন্ত্র এখন নির্বাসিত। ভোটের অধিকার সহ জনগণের সাধারন গনতান্ত্রিক অধিকার এখন অস্বীকৃত। এক চরম কর্তৃত্ববাদী শাসন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎতকে গভীর খাদে নিক্ষিপ্ত করেছে। ১৯৯০ এ গণ অভ্যুত্থানে জয়ী জনগণকেআজ আবার পরাজিত করা হয়েছে ।ক্ষমতার নীতিহীন সমিকরনে গণঅভ্যুত্থানে পরাজিত স্বৈরাচার আজ পুনর্বাসিত। গত তিন দশকে এদেরকে কোলে পিঠে নিয়ে আজ দেশকে উল্টো দিকে ঠেলে দেয়া হয়েছে ; সর্বগ্রাসী কর্তৃত্ববাদী ব্যবস্থায় ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনকে একসাথেই হিমাগারে রেখে দেয়া হয়েছে।
বিবৃতিতে তিনি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নূর হোসেনের সংগ্রামী চেতনায় অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক আন্দোলন বিকশিত করার আহবান জানান।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি :
আগামীকাল শহীদ নূর হোসেন দিবসে সকাল ৮.৩০ এ নূর হোসেন স্কয়ারে তার স্মৃতি বেদীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।