বৃহস্পতিবার ● ৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » ডাঃ এম এ করিমের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
ডাঃ এম এ করিমের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দেশের প্রবীণ রাজনীতিবিদ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট(এন ডি এফ) এর সভাপতি ও সেবা পত্রিকার সম্পাদক ডাঃ এম এ করিম আর নেই। আজ মধ্যাহ্নে ঢাকায় আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ক’দিন ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি পরিবার ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিবৃতিতে তিনি ত্রিকালদর্শী এই বিপ্লবী জননেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ তার এক বীর সন্তানকে হারিয়েছে।তাঁর প্রয়াণে দেশের বামপন্থী গণতান্ত্রিক আন্দোলন এক ত্যাগী, নিবেদিতপ্রাণ নেতা ও সংগঠককে হারিয়েছে। জীবনের সাত দশক তিনি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেছেন। জনগণের অধিকার আর মুক্তি সংগ্রামেও তিনি অসাধারণ ভূমিকা গ্রহণ করেছেন। সেবা পত্রিকার সম্পাদক হিসাবেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।
বিবৃতিতে তিনি প্রয়াত এম এ করিমের স্মৃতির প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।