বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাম্প্রদায়িক হামলা- আক্রমণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সাম্প্রদায়িক হামলা- আক্রমণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে কুমিল্লায় পুজামন্ডপে উসকানিমূলক ভাবে কোরআন শরীফ রাখা এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন্দ্র করে কুমিল্লা, হাজীগঞ্জ, হাতীয়া, বাঁশখালি সহ দেশের বিভিন্ন অঞ্চলে পুজামন্ডপে হামলা - আক্রমণ ও হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন উদ্দেশ্যমূলক ভাবেই যে এসব ঘটনা ঘটানো হয়েছে তার আলামত অত্যন্ত স্পষ্ট। স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে এই ধরনের তান্ডব সংঘটিত হতে পেরেছি। সরকারকে অবশ্যই এর দায় গ্রহণ করতে হবে।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে এইসব উসকানিমূলক তৎপরতাসহ সমগ্র ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচারবিভাগীয় তদন্ত এবং প্রকৃত অপরাধী ও সন্ত্রাসীদের চিহ্নিত, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, অভিজ্ঞতা হচ্ছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যেই এসব উসকানিমূলক ঘটনা সংঘটিত হয় এবং তাকে পুঁজি করে সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে দেয়া হয়; হামলা করা হয় মন্দিরসহ ধর্মীয় সংখ্যালঘুদের জানমালের উপর।
বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে বলেন, গত কয়েক দশকে সংঘটিত সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার বিচার না হওয়ায় এই ধরনের তান্ডবের পুনরাবৃত্তি ঘটতে পারছে।
তিনি সাম্প্রদায়িক উসকানি, হামলা আক্রমণ ও সহিংসতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ জোরদার করার আহবান জানান।