বৃহস্পতিবার ● ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » সাংবাদিক কাজলের হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
সাংবাদিক কাজলের হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গুম থেকে ফিরে আসা সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা তিনটি মামলায় চার্জশীট প্রদানের ঘটনায় গভীর উদবেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছেন এবং বলেছেন কাজলের আলোচিত গুমের ঘটনা আড়াল করবার জন্য এই চার্জশীট প্রদান করা হয়েছে কিনা জনমনে এই প্রশ্ন দেখা দিয়েছে। তিনি বলেন, কাজলের বিরুদ্ধে হয়রানিমূলক তিন তিনটি মামলায় চার্জশীট প্রদানের ঘটনায় তদন্তকারী কর্মকর্তাদের পেশাগত দায়িত্বনিষ্ঠা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। একটি মামলায় সবার নাম বাদ দিয়ে কেবল কাজলের বিরুদ্ধেই চার্জশীট দেয়া হয়েছে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত বছরের ১০ মার্চ কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা হয়। আর ঐ দিনই ঢাকা থেকে কাজল গুম হয়ে যান। দেশ - বিদেশে কাজলকে উদ্ধার করার প্রবল দাবির মুখে ৩ মে বেনাপোল থেকে কাজলকে উদ্ধার দেখিয়ে আবার জেলখানায় পাঠানো হয়। এরপর জামিনে তিনি মুক্তি পান।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সচেতন মহলসহ দেশবাসী বিশ্বাস করে যে,অধিকাংশ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার মত কাজলের বিরুদ্ধে রুজু করা মামলাও হয়রানিমুলক।
বিবৃতিতে তিনি সাংবাদিক কাজলের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা ও চার্জশীট প্রত্যাহার করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহবান জানান। একই সাথে তিনি মুক্ত সাংবাদিকতা ও নাগরিকদের স্বাধীন মতপ্রকাশের পরিপন্থী নিপীড়নমূলক ও নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করারও দাবি জানান।
তিনি এই কালো আইন বাতিলের দাবিতে সবাইকে সোচ্চার হবারোও আহবান জানান।