রবিবার ● ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করতে ” কৃষিপণ্য মূল্য কমিশন” গঠন করুন
কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করতে ” কৃষিপণ্য মূল্য কমিশন” গঠন করুন
আজ বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, কৃষি ও কৃষকদের জন্য সরকার প্রদত্ত ভর্তুকী অধিকাংশ ক্ষেত্রে খোদ চাষীরা চোখেও দেখেনা।
ফড়িয়া,মধ্যস্বত্বভোগী, ব্যবসায়ী আর সরকারি দলের সাথে যুক্ত নানা স্তরের লোকজনের এসব সরকারি সহযোগিতা থেকে প্রকৃত কৃষকেরা বিশেষ লাভবান হয় না।এদের দৌরাত্মে সরকার নির্ধারিত মূল্যে কৃষকেরা ধান বিক্রি করতে পারে না।সরকারি ব্যর্থতায় মিলার,চাতালের মালিক আর ফড়িয়ারাই ধানসহ কৃষিপণ্যের অলাভজনক দাম ঠিক করে।কৃষির যেটুকু উদবৃত্ত তা এরাই হাতিয়ে নেয়।নেতৃবৃন্দ কৃষি ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করতে জাতীয় স্তরে ‘ মূল্য নির্ধারণ কমিশন ‘ গঠনের আহবান জানান। সভায় নেতৃবৃন্দ, নগরায়ন ও উন্নয়নের নামে কৃষি জমি বিনষ্ট করার ভয়াবহ তৎপরতা বন্ধ করারও দাবি জানান। নেতৃবৃন্দ করোনা দূর্যোগ,বন্যা, জলমগ্নতায় ক্ষতিগ্রস্ত বিপন্ন কৃষকদের নগদ ন্যূনতম ১০ হাজার করে নগদ টাকা প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।
সভায় নেতৃবৃন্দ করোনা মত দূর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনীত সংকট মোকাবেলায় প্রাণ - প্রকৃতি - জীববৈচিত্র্য এর সাথে সংগতিপূর্ণ টেকসই কৃষি উন্নয়ন নীতি প্রনয়নের দাবি জানান।
সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় দফতরে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আনছার আলী দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সিকদার হারুন রশীদ মাহমুদ , কেন্দ্রীয় সদস্য সাইফুল হক, ফিরোজ আহমেদ, জসিমউদদীন রাড়ী,আকবর খান, সজীব সরকার রতন, এপোলো জামালী,শাহীন আলম ও মো. ফিরোজ প্রমুখ।