মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
প্রথম পাতা » অর্থবাণিজ্য » করোনাকালের বাজেটও নারীবান্ধব হয়নি প্রস্তাবিত বাজেট সম্পর্কে শ্রমজীবী নারী মৈত্রী
করোনাকালের বাজেটও নারীবান্ধব হয়নি প্রস্তাবিত বাজেট সম্পর্কে শ্রমজীবী নারী মৈত্রী
ঢাকা :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ মঙ্গলবার ১৬ জুন এক বিবৃতিতে ২০২০-২০২১ অর্থবছরের জাতীয় বাজেট সম্পর্কে বলেছেন করোনা দুর্যোগকালীন এই বাজেটও নারীবান্ধব হয়নি। প্রস্তাবিত বাজেটেও নারীদের সুরক্ষা, নারী স্বাস্থ্য, নারী কর্মসংস্থানসহ সামগ্রিকভাবে নারীদের স্বাস্থ্যের সুরক্ষা বিধান করতে পারেনি। করোনা মহামারীজনিত দুর্যোগে এমনিতে নারীরা বিশেষ করে শ্রমজীবী মেহনতি নারীরা নানাভাবে নারীদের কর্মসংস্থানের সুযোগ অনেক হ্রাস পেয়েছে। নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগও অনেকখানি সীমিত হয়ে পড়েছে। করোনা মহামাীর গত ৮ মাসে গার্মেন্টস কারখানাসহ বিভিন্ন ক্ষেত্রে বহুসংখ্যক নারী কর্মচ্যুত হয়েছেন। আশা করা হয়েছিল দুর্যোগকালীন এই বাজেটে নারীদের জন্য বিশেষ মনোযোগ ও উল্লেযোগ্য থোক বরাদ্দ থাকবে। কিন্তু প্রস্তাবিত বাজেট বরাবরের মত এবারও নারীরা উপেক্ষিত হয়েছে। ফলশ্রুতিতে লক্ষ লক্ষ নারী আবারও দারিদ্র্যসীমার নীচে নেমে আসবে। তাদের পারিবারিক ও সামাজিক জীবনেও নেমে আসবে নানা ধরনের বিপর্যয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারের মত এবারও জিডিপিতে নারীদের গার্হ্যস্থ শ্রমের কোন স্বীকৃতি ও মূল্য নির্ধারণ করা হয়নি। বাজেটে নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তেমন কোন মনোযোগই পায়নি। করোনাকালে প্রসুতি মায়েদের জীবন আরা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। করোনা নেগেটিভ এর সার্টিফিকেট ছাড়া অধিকাংশ ক্ষেত্রে মায়েরা হাসপাতালে ভর্তি হতে পারছে না। এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে মা ও সদ্যজাত শিশুর জীবন। হাসপাতালে ভর্তি হতে না পেরে সড়কে সন্তান প্রসবের মত ঘটনাও ঘটছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবার বাজেটে কিছু বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে সত্য কিন্তু প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল। তাছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিতে চুরি, দুর্নীতি, দলীয়করণ ও স্বজনপ্রীতির কারণে প্রকৃত দুঃস্থ্য ও গরীব নারীরা এসব কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত থাকেন অনেকেই।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, প্রতিবছর দেশের শ্রমের বাজারে ৮ থেকে ৯ লক্ষ নারী যুক্ত হচ্ছেন। এই নারীদের কর্মসংস্থানের উপযুক্ত ব্যবস্থা করা ছাড়া বেকার সমস্যা সমাধান করে নারী উন্নয়ন নিশ্চিত করা যাবে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ বাজেট সংশোধন করে নারী উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় মনোযোগ, অবকাঠামো নির্মাণ ও বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান।
একই সাথে নেতৃবৃন্দ সরকার ও বাজেট প্রণয়নকারীদের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও মনোভাব পরিবর্তনেরও আহ্বান জানান।
একই সাথে নেতৃবৃন্দ সরকার ও বাজেট প্রণয়নকারীদের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও মনোভাব পরিবর্তনেরও আহ্বান জানান।