বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবিঘর » কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী)র সাধারণ সম্পাদক, বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য দেশের প্রবীণ বামপন্থী নেতা কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তার মৃত্যুতে দেশ এক আদর্শবাদী নিবেদিতপ্রাণ নেতা ও সংগঠককে হারিয়েছে। সমাজ পরিবর্তনের বিপ্লবী মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি আজীবন শোষণ- বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করেছেন। সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী নিষ্ঠুর অমানবিক ব্যবস্থা পরিবর্তন করে সাম্যভিত্তিক রাষ্ট্র-সমাজ প্রতিষ্ঠা করাই ছিল তার জীবনের ধ্যান-জ্ঞান। এই লক্ষ্যে তিনি জাসদ থেকে বাসদ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। সমাজ বিপ্লবের লক্ষ্য নিয়ে দেশের শ্রমিকশ্রেণীসহ মেহনতি মানুষকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংগঠনিকভাবে সংগঠিত করতেও তৎপর ছিলেন। রাজনৈতিক নানা টালমাটাল পরিস্থিতিতেও এই লক্ষ্যে তিনি অবিচল ছিলেন।
অকৃতদার মুবিনুল হায়দার চৌধুরী বাম গণতান্ত্রিক জোটকে এগিয়ে নিতেও তৎপর ছিলেন। নিরাহংকর, নির্লোভ, সদালোপী মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে দেশের বামপন্থী আন্দোলনের বড় ক্ষতি হল। তিনি আশা করে তার বিপ্লবী জীবন তার পার্টিসহ আমূল পরিবর্তনকামী তরুন-যুবাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিবৃতিতে তিনি প্রয়াত মুবিনুল হায়দার চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সাথে তিনি শোক সন্তপ্ত নেতাকর্মী ও গুণমুগ্ধের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।