শনিবার ● ১৯ জুন ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব শামসুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব শামসুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সংবাদ বিজ্ঞপ্তি :: নাটোরের বিশিষ্ট সমাজসেবী ও মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব শামসুল হক আজ শনিবার সকালে ঢাকার আগারগাঁও এর নিউরো সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি মস্তিস্কে রক্তক্ষরণসহ নানা জটিল ব্যাধিতে আক্রান্ত ছিলেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক পরিষদের সদস্য ও বিশিষ্ট কৃষক নেতা আনসার আলী দুলাল এর বড় ভাই। বিপ্লবী ওয়ার্কার্সপার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে নাটোরের লালপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে নাটোর অঞ্চলের মানুষ একজন সজ্জন ও সমাজ হিতৈষী ব্যক্তিকে হারিয়েছে। সামাজিক নেতা হিসেবে পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধানে তিনি বিশেষভাবে পারদর্শী ছিলেন।
বিবৃতিতে তিনি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। আজ দুপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে তাঁর মরদেহে পুস্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়।