রবিবার ● ২৩ মে ২০২১
প্রথম পাতা » জাতীয় » রোজিনা ইসলামের পাসপোর্ট জমা দেবার আদেশে উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
রোজিনা ইসলামের পাসপোর্ট জমা দেবার আদেশে উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা :: আজ রবিবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের ভার্চুয়াল সভায় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে জামিন দেয়ায় স্বস্তি প্রকাশ করা হয় এবং বলা হয় সাংবাদিক ও নাগরিক সমাজের অভূতপূর্ব ঐক্য ও আন্দোলনের মুখে রোজিনা ইসলামের জামিন হয়েছে; সরকারও পিছু হঠতে বাধ্য হয়েছে। এটা সাংবাদিক ও নাগরিক সমাজের অর্জন। সভার প্রস্তাবে একই সাথে রোজিনা ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার না করায় এবং পাঁচ হাজার টাকার মুচলেকা ও তার পাসপোর্ট জমা দেবার আদেশে উদ্বেগ প্রকাশ করা হয়। সভার প্রস্তাবে রোজিনা ইসলামকে নাজেহাল ও নিপীড়নের ঘটনার সাথে যুক্তদেরকে আইনের আওতায় আনারও দাবি জানানো হয়। সভার প্রস্তাবে আশাবাদ ব্যক্ত করা হয় যে, রোজিনা ইসলামের অন্যায় আটকের বিরুদ্ধে ও তার মুক্তির দাবিতে সাংবাদিক সমাজ ও নাগরিক সমাজ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন তারা এই ঐক্য ধরে রাখবেন এবং নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন, অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টসহ মুক্ত সাংবাদিকতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যাবতীয় কালাকানুন বাতিলের আন্দোলনে তারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
সভায় গৃহীত আরেক প্রস্তাবে বাংলাদেশী পাসপোর্টে ইসরাইলের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেবার ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয় এবং সমগ্র বিষয়ে সরকারের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাবি করা হয়।
সভায় আগামী ২৯ মে পার্টির কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল মিটিং অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।