শুক্রবার ● ২১ মে ২০২১
প্রথম পাতা » ছবিঘর » দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক
দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ খুলনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ধারাবাহিক প্রাকৃতিক বিপর্যয় এবং সরকারের ভুল ও আত্মঘাতি উন্নয়ন কৌশলের কারণে সরকারের ও আত্মঘাতি ভুল কৌশলের কারণে দেশের দক্ষিণাঞ্চল নানাভাবে বিপর্যস্ত। ক্রমবর্ধমান লবণাক্ততা, কৃষিজমি অনুর্বর ও নষ্ট হয়ে যাওয়া, অপরিকল্পিত চিংড়ী চাষ, মিঠা পানির অভাব কৃষিকে বিপর্যস্ত করে তুলেছে। সুন্দরবনে ধারাবাহিক অগ্নিকান্ড ও বনভূমির জবরদখলে বনপর্যায়ক্রমে উজাড় হয়ে যাচ্ছে। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ উপকুলবর্তী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসমূহ সুন্দরবনসহ দক্ষিণাঞ্চলে প্রাণ-প্রকৃতি-জীববৈচিত্র্য বিনাশে বড় ভূমিকা রাখছে। এসব প্রকল্প পুরোদমে চালু হলে মাটি, পানি, বায়ু দূষিত হয়ে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে নিপতিত হবে।
কমরেড সাইফুল হক বলেন, এমনিতেই দেশের দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বিপদগ্রস্ত। তার উপর এসব প্রকল্প চালু হলে তা বড় ধরনের বিপদ ডেকে আনবে। তিনি অনতিবিলম্বে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ দক্ষিণাঞ্চলের জন্য বিপর্যয় সৃষ্টিকারী সকল অপতৎপরতা বন্ধের আহ্বান জানান।
তিনি দেশের দক্ষিণাঞ্চলের জন্য একটি জাতীয় কমিশন গঠন এবং দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য আগামী জাতীয় বাজেটে পর্যাপ্ত থোক বরাদ্দ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার সকালে পার্টির খুলনা জেলা কমিটির সভায় তিনি উপরোক্ত রাখেন।
পার্টির খুলনার শিববাড়ীতে জেলার প্রবীণ নেতা মনিরুল হক বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, ফরহাদ হোসেন কান, শাহাদাৎ হোসেন, মোসাম্মৎ সবে, লামিয়া আকতার ও আবদুল ওহাব প্রমুখ।