বৃহস্পতিবার ● ৬ মে ২০২১
প্রথম পাতা » ছবিঘর » চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের দাম কমাতে হবে : বাম গণতান্ত্রিক জোট
চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের দাম কমাতে হবে : বাম গণতান্ত্রিক জোট
সংবাদ বিজ্ঞপ্তি :: শ্রমজীবীদের আর্মি রেটে রেশন, গণবণ্টন ব্যবস্থা চালু, ঈদের আগেই সকল শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস প্রদান, চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের মূল্য কমানো, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ ৬ মে ২০২১ সকাল সাড়ে এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা কমরেড মানস নন্দী, সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড সাদেকুর রহমান শামীম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা কমরেড নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের নেতা কমরেড বাচ্চু ভূইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা কমরেড শহীদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক। সমাবেশ পরিচালনা করেন বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর সমন্বয়ক ও বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তাগণ বলেন, করোনার অভিঘাতে যেখানে প্রায় ৮৬% মানুষ তাদের প্রয়োজনীয় ব্যয় মেটাতে পারছে না। ৭৮% পরিবারের আয় কমে গেছে। ৫২% মানুষ খাদ্য গ্রহণ কমিয়ে দিয়েছে। সেই সময় চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের উর্ধ্বগতিতে দেশে মানুষের দিশেহারা অবস্থা। বক্তাগণ নিত্যপণ্যের বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, গণতদারকি কমিটি করে বাজার মনিটরিং, গণ বণ্টন চালু ও শ্রমজীবীদের আর্মি রেটে রেশন দেওয়ার জোর দাবি জানান।
বক্তাগণ আরও বলেন, ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি জানালেও এখনও তা পরিশোধ করা হয়নি। ইতিমধ্যে গার্মেন্টস মালিকরা নতুন করে ৬ হাজার কোটি টাকার প্রণোদনা দাবি করেছেন এবং না হলে বেতন-বোনাস দেয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন। যা খুবই নিন্দীয়।
বক্তাগণ মালিকদের এই দুরভিসন্ধিমূলক অপতৎপরতা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার এবং ঈদের পূর্বেই সকল শ্রমজীবী মানুষের বকেয়া বেতন-বোনাস প্রদান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ নাটোরের বন পাড়ায় বাম জোটের শান্তিপূর্ণ সমাবশে পুলিশী হামলার ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।