মঙ্গলবার ● ৩০ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » নতজানু নীতি নিয়ে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায় করা যাবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
নতজানু নীতি নিয়ে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায় করা যাবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেছেন, এবারও বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকে বাংলাদেশের অগ্রাধিকারসমূহ বাস্তবায়নে সুনির্দিষ্ট কোন ঘোষণা বা পদক্ষেপ নেই। বাংলাদেশকে আবারও কেবল আশ্বাসেই ভরসা রাখতে বলা হোল। তিস্তাসহ অভিন্ন নদীর পানি প্রবাহে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রাপ্তিতে ভারতের প্রধানমন্ত্রীর কাছ সুস্পষ্ট কোন বক্তব্যও পাওয়া গেল না। সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের ধারাবাহিক হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারেও ভারতের দিক থেকে বিশ্বাসযোগ্য কোন পদক্ষেপের কথা বলা হয়নি। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যাপারেও ভারতের কার্যকরি ভূমিকা গ্রহণের কোন ঘোষণা নেই। অথচ বাংলাদেশ ইতিমধ্যে ভারতের চাহিদামত তাদের সীমান্ত নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট, বন্দর ব্যবহার, ফেনী নদীর পানি, ভারতের সুবিধার জন্য নদীর উপর সেতু প্রভৃতি সবকিছুই করে দেয়া হয়েছে। এবারকার সমঝোতা স্মারকে কানেক্টিভিটি বা সংযুক্তির উপর যেসব উদ্যোগের কথা বলা হয়েছে তারও প্রধান বেনিফিশিয়ারী হবে ভারত। বাংলাদেশ নেপাল ও ভুটানের সাথে সড়ক পথে যে সংযোগের কথা বলে আসছে ভারতের নানা বাধায় তা এখনও কার্যকর হয়নি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, অভিজ্ঞতা এটা প্রমাণ করেছে যে, ভারতের প্রতি নতজানু থেকে বাংলাদেশের জাতীয় স্বার্থের সমস্যাসমূহ সমাধান করা যাবে না। তিনি বলেন, বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়সমূহ ভারতের কোন দয়াদাক্ষিণ্যের বিষয় নয়; এসব বিষয় বাংলাদেশের ন্যায্য পাওনা। তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণের কারণে তিস্তার পানিসহ ঝুলে থাকা সমস্যাসমূহ অনির্দিষ্টকাল ঝুলে থাকতে পারে না।
তিনি সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থের স্বীকৃতি ও আন্তর্জাতিক আইন বিধিবিধান অনুযায়ী দ্বিপাক্ষিক সমস্যাসমূহের সমাধানের কার্যকরি পদক্ষেপ নেবার আহ্বান জানান।