রবিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » আল-জাজিরায় প্রচারিত প্রতিবেদন ঘিরে উত্থাপিত প্রশ্ন, উদ্বেগ ও বিভ্রান্তি নিরসনে সরকারের পূর্ণাঙ্গ বক্তব্য ও ব্যাখ্যা তুলে ধরা প্রয়োজন
আল-জাজিরায় প্রচারিত প্রতিবেদন ঘিরে উত্থাপিত প্রশ্ন, উদ্বেগ ও বিভ্রান্তি নিরসনে সরকারের পূর্ণাঙ্গ বক্তব্য ও ব্যাখ্যা তুলে ধরা প্রয়োজন
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রচারিত ‘অল দ্যা প্রাইম মিনিস্টার্স মেন’ শীর্ষক ভিডিও প্রতিবেদনে উত্থাপিত বিষয়সমূহ কেন্দ্র করে যেসব প্রশ্ন ও বিভ্রান্তির জন্ম হয়েছে তা নিরসনে পূর্ণাঙ্গ বক্তব্য তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন উত্থাপিত বিষয়সমূহ সম্পর্কে সরকারের দিক থেকে তথ্যভিত্তিক ও বিশ^াসযোগ্য ব্যাখ্যা না থাকলে তা আরো নানা ধরনের বিভ্রান্তি তৈরী করবে। তিনি বলেন, আল-জাজিরার প্রতিবেদন সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএসপিআর পক্ষ থেকে আল-জাজিরার প্রতিবেদনকে সমালোচনা ও নাকচ করা হলেও তা প্রতিবেদনকে ঘিরে দেশে-বিদেশে মানুষের উদ্বেগ, কৌতুহল ও বিভ্রান্তি দূর করতে পারেনি। তাই সরকারের পক্ষ থেকে বিষয়সমূহকে পাশ কাটিয়ে না যেয়ে বিশেষ গুরুত্ব সহকারে গ্রহণ করা আবশ্যক হয়ে পড়েছে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, অতীতেও কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে উদ্দেশ্য প্রণোদিত যেসব নেতিবাচক সংবাদ প্রচার করেছিল বাংলাদেশের পক্ষ থেকে তার যথাযথ প্রতিক্রিয়াও ব্যক্ত করা হয়েছিল। আল-জাজিরার এসব নেতিবাচক ভূমিকা সত্ত্বেও ১ ফেব্রুয়ারি তাদের প্রচারিত প্রতিবেদনটিকে উপেক্ষা করে যাবার অবকাশ নেই। এ সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরে সরকার তার যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে।