মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ছবিঘর » বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি শহর কমিটি গঠন : আহবায়ক রানা, সদস্য সচিব রুবেল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি শহর কমিটি গঠন : আহবায়ক রানা, সদস্য সচিব রুবেল
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্রে ধারা ১৬ উপধারা-১ মোতাবেক প্রাথমিকভাবে ১৩ সদস্য বিশিষ্ট্য রাঙামাটি শহর কমিটির আহবায়ক কমিটি গঠন করা হয়।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলায় রাঙামাটি শহর কমিটি (রাঙামাটি পৌর কমিটি) গঠনের লক্ষে আজ মঙ্গলবার ৫ জানুয়ারি-২০২১ রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় পার্টি অফিসে এক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি শহর কমিটির আহবায়ক এর দায়িত্ব পেয়েছেন যুব নেতা মো. আব্দুল মান্নান (রানা) এবং সদস্য সচিব এর দায়িত্ব পেয়েছেন যুব নেতা রুবেল মিয়া।
এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আবুল হাসেম এবং সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলনসহ জেলা কমিটির প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলার রাঙামাটি শহর আহবায়ক কমিটির অন্যান্য নেতারা হচ্ছেন, সদস্য মো. নাইম, পলাশ রায় চৌধুরী, মো. আব্দুল রহিম, আব্দুর সবুর বাবুল, বিপুল চাকমা, মো. আমজাদ হোসেন, সুমন বড়ুয়া, মো. তারেক, মো. জিয়াউল হক জিয়া, মো. মোহরম হোসেন, মো. রাজু আলম ও রুবায়েত হাসান তারেক।
উক্ত আহবায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।