সোমবার ● ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » শহীদ বুদ্ধিজীবীদের সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার
শহীদ বুদ্ধিজীবীদের সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার
ঢাকা :: আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মীরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাদের আকাঙ্খার সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও সামরিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, পার্টির ঢাকা মহানগর কমিটির জোনায়েত হোসেন ও বিপ্লব হোসেন খানসহ কেন্দ্র ও মহানগর নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পার্টি পুস্পস্তবক অর্পণ করবে এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। ভোর ৭ টায় পার্টির কেন্দ্রীয় দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।