শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আজীবন বিপ্লবী কমরেড আজিজুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আজীবন বিপ্লবী কমরেড আজিজুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকা :: প্রবীণ বিপ্লবী জনেনতা ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড আজিজুর রহমানের মরদেহ আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হলে বিভিন্ন বাম প্রগতিশীল দল, শ্রেণী পেশার সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে তার মরদেহে পুস্পস্তবক অর্পণ করে তাঁর বিপ্লবী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, ঢাকা মহানগরীর জোনায়েত হোসেন, রাশিদুল ইসলাম রাসেল, বিপ্লব হোসেন খান প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৯ বাম সংগঠন, ইউনাইটেড কমিউনিস্ট লীগসহ বিভিন্ন শ্রেণী-গণসংগঠনের নেতৃবৃন্দ তাঁর মরদেহে পুস্পস্তবক অর্পণ করেন।
এক মিনিট নিরবতা পালন ও আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে তাঁর প্রতি সম্মান জানানো হয়।
আগামীকাল সকাল ১০টায় খুলনায় হাদিস পার্কে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং তারপর সাতক্ষীরার তালায় তার কৃষক আন্দোলনের প্রধান ক্ষেত্র তাঁকে দাফন করা হবে।