বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » ৩০ বছর পরও সরকার সামরিক স্বৈরতন্ত্রের প্রেতাত্মা কাঁধে নিয়ে হাটছে
৩০ বছর পরও সরকার সামরিক স্বৈরতন্ত্রের প্রেতাত্মা কাঁধে নিয়ে হাটছে
ঢাকা :: বংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে আগামীকাল সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের শহীদ ডাঃ শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন- ক্ষমতার রাজনৈতিক সমীকরণে সরকার ডা. মিলনের ঘাতকদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে পুনর্বাসিত করেছে। ডা. মিলনের রক্তের উপর দাঁড়িয়ে আদর্শ ও নীতি বিসর্জন দিয়ে সরকার এরশাদ সামরিক স্বৈরতন্ত্রের প্রেতাত্মা কাঁধে করে হাঁটছে। এটা সরকারের রাজনৈতিক ও নৈতিক পরাজয়। বিবৃতিতে তিনি উল্লেখ করেন তিন দশক পার হলেও এখনও পর্যন্ত মিলন হত্যাকারীদের বিচার হয়নি। অথচ ৯০ পরবর্তী সরকারগুলোর অঙ্গীকার ছিল মিলন হত্যার দৃষ্টান্তমূলক বিচার করার। তিনি বলেন, ৯০ পরবর্তী সরকারগুলো মিলনের সাথে বেঈমানী করেছে। তারা ৯০’র গণঅভ্যুত্থানের সুফল ভোগ করে আসছে। অথচ শহীদের উপযুক্ত মর্যাদা দেয়নি।
তিনি বলেন, শহীদ ডা. মিলন যে গণতন্ত্র, সাম্য ও মানবিক মর্যাদার জন্য জীবন দিয়েছে আজ দেশকে তার বিপরীত দিকে ঠেলে দেয়া হয়েছে। ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে এক জুলুমতন্ত্র কায়েম করা হয়েছে। বিবৃতিতে তিনি বর্তমান কর্তৃত্ববাদী শাসন ও জুলুমতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক ও মানবিক রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থা জোরদার করে ডা. মিলনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিলন দিবসের কর্মসূচি ঃ-
সকাল ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ চত্ত্বরে মিলনের কবরে পুস্পস্তবক অর্পণ।
সকাল ৮.৩০টায় ঢাকা বিশ^বিদ্যালয়ে মিলন স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন