শুক্রবার ● ২০ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » চাঁপাইনবাবগঞ্জে ৯ জন খেতমজুরের মর্মান্তিক মৃত্যুতে খেতমজুর ইউনিয়নের গভীর শোক
চাঁপাইনবাবগঞ্জে ৯ জন খেতমজুরের মর্মান্তিক মৃত্যুতে খেতমজুর ইউনিয়নের গভীর শোক
ঢাকা :: খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক ও সাধারণ সম্পাদক আকবর খান আজ এক বিবৃতিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটি উল্টে ধানের বস্তার নীচে চাপা পড়ে নয় জন খেতমজুরের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এবং বলেছেন এ ধরনের মৃত্যু এক ধরনের কাঠামোগত হত্যাকাণ্ড। নেতৃবৃন্দ বলেন, বিদ্যমান অমানবিক ও ভঙ্গুর কাঠামোগত ব্যবস্থার পরিবর্তন ঘটাতে না পারলে সড়কে এই মৃত্যুর মিছিল বন্ধ করা যাবে না।
তারা বলেন, অধিকাংশ ক্ষেত্রে শ্রমজীবী- মেহনতিরাই এই ধরনের মর্মান্তিক মৃত্যুর শিকার। নেতৃবৃন্দ শিবগঞ্জে মর্মান্তিকভাবে নিহত পরিবারসমূহের আর্থিক পুনর্বাসন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ নিহত অসহায় খেতমজুর পরিবারসমূহের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।