রবিবার ● ১৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » উপমহাদেশ » জীবনবাদী সৌমিত্র চট্টোপাধ্যায় দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ শিল্পী
জীবনবাদী সৌমিত্র চট্টোপাধ্যায় দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ শিল্পী
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তীতুল্য নায়ক ও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতের গৌরবোজ্জল এক সোনালী অধ্যায়ের শেষ হল। তিনি বলেন, জীবনবাদী সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ। বাংলা চলচ্চিত্র আর সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন এক অবিচ্ছেদ্য স্বত্ত্বা। তার অভিনয়গুণে বাংলা চলচ্চিত্র কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং বাংলা চলচ্চিত্র ও অভিনয় শিল্পকে অনেক উচ্চতায় উন্নীত করেছেন। আবৃত্তি থেকে শুরু করে বহু ক্ষেত্রে তিনি তার অসাধারণ প্রতিভা ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি বলেন, এই গুণী নায়ক-অভিনেতা শারীরিকভাবে বিদায় নিলেও কোটি কোটি দর্শকের মনের মনিকোঠায় অপার শ্রদ্ধা আর ভালবাসায় তিনি যুগ থেকে যুগান্তরে বেঁচে থাকবেন।
বিবৃতিতে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর পরিবারের সদস্য ও ভক্ত-অনুরাগীদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেন।