শনিবার ● ৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » দুর্নীতি-দুর্বৃত্তায়নের বিদ্যমান রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থার খোল-নলচে বদলাতে হবে
দুর্নীতি-দুর্বৃত্তায়নের বিদ্যমান রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থার খোল-নলচে বদলাতে হবে
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুইদিনব্যাপী রাজনৈতিক-সাংগঠনিক কর্মশালার সমাপ্তি অধিবেশনে আজ শনিবার বিকালে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন দুর্নীতি-দুর্বৃত্তায়নের বিদ্যমান ব্যবস্থার খোল-নলচে পাল্টানো ছাড়া দেশ ও জনগণের মুক্তি নেই। রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্তরা যে অশুভ মেলবন্ধন গড়ে তুলেছে তার মূলোচ্ছেদ ব্যতিরেকে এখনকার গভীর রাজনৈতিক সংকটের সমাধান হবে না। তিনি বলেন, বিদ্যমান রাজনীতিকেরা রাজনীতিকে ব্যবসা আর দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যমে পরিণত করেছে। জনসেবার পরিবর্তে রাজনীতি এখন বিশেষ গোষ্ঠি, পরিবার ও শ্রেণীর লাগামহীন গণবিরোধী অনৈতিক কর্তৃত্বের উৎসে পরিণত হয়েছে। মানুষকে নানাভাবে জিম্মি করে ফেলেছে। এই অশুভ রাজনীতি মানুষের সাধারণ সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে। ভোটের গণতান্ত্রিক অধিকার হরণ করছে, মানুষকে নিঃস্ব থেকে আরো নিঃস্ব করছে। বিদ্যমান অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক ও ক্ষুদ্র জাতিসত্ত্বাবিরোধী সংবিধান স্বৈরতন্ত্রকে গণতান্ত্রিক লেবাস পরিয়ে রাখছে। তিনি বলেন বিদ্যমান সংবিধান স্বৈরতন্ত্রের রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রধানমন্ত্রীকে কর্তৃত্ববাদী ক্ষমতাকাঠামো গড়ে তুলেছে। তিনি বলেন, সমগ্র এই অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী ক্ষমতা কাঠামোর পরিবর্তনও আজ জরুরী হয়ে পড়েছে। তিনি বিদ্যমান স্বৈরতন্ত্রের অবসানের পাশাপাশি স্বৈরতন্ত্রের সাংবিধানিক উৎসসমূহ বন্ধ, গণতান্ত্রিক, প্রগতিশীল ও দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তোলার ডাক দেন।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে আজ কর্মশালায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, রাশিদা বেগম, স্নিগ্ধা সুলতানা ইভা, উমর ফারুক হারুন, মো. ইমরান, অরবিন্দু বেপারী বিন্দু, আবুল কালাম, খলিলুর রহমান, নজরুল ইসলাম শাহজাহান, মো. ওয়াহেদ বকুল, রহিমা বেগম, মো. রিয়েল, গৌরচন্দ্র মন্ডল প্রমুখ।
আজ কর্মশালার শুরুতে পার্টির কন্ট্রোল কমিশনের সদস্য বীরমুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো ও শ্রমিকনেতা শাহ আতিউল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং ১ মিনিট দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
একই সাথে সভার শুরুতে রুশ বিপ্লবের ১০৩তম জন্মবার্ষিকীতে দুনিয়ার মুক্তিকামী জনগণকে শুভেচ্ছা জানানো হয়।