শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » হায়দার আনোয়ার খান জুনোর প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন
হায়দার আনোয়ার খান জুনোর প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আজ সকাল ১০.৩০টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রণাঙ্গণের বীরমুক্তিযোদ্ধা প্রয়াত হায়দার আনোয়ার খান জুনোর মরদেহে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনের পর পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, হায়দার আনোয়ার খান জুনো’র মৃত্যুতে দেশের প্রগতিশীল চিন্তার জগতে এবং সংস্কৃতি অঙ্গণে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।
জুনো ভাই অমর। তিনি বেঁচে থাকবেন এদেশের অধিকার আদায়ের লড়াই-সংগ্রামে। জুনা ভাই যে শোষণমুক্ত, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদাসম্পন্ন সমাজ-রাষ্ট্রের স্বপ্ন দেখতেন সেই সমাজ-রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই আমরা অব্যাহত রাখবো।
শ্রদ্ধা নিবেদনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, এ্যাপোলো জামালী, জোনায়েত হোসেন প্রমুখ।