শনিবার ● ২৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় » রাজনৈতিক পক্ষসমূহের মধ্যে রফিক উল হক সংযোগ স্থাপনকারীর ভূমিকা পালন করেন
রাজনৈতিক পক্ষসমূহের মধ্যে রফিক উল হক সংযোগ স্থাপনকারীর ভূমিকা পালন করেন
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ২৪ অক্টোবর শনিবার এক বিবৃতিতে প্রবীণ আইনজীবী সাবেক এ্যাটর্নী জেনারেল ব্যারিস্টার রফিক উল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন তার এক কৃতিসন্তানকে হারিয়েছে। নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ও বিচার বিভাগের স্বাধীন ও কার্যকরি ভূমিকার ব্যাপারে বরাবরই তিনি সোচ্চার ছিলেন। উদার গণতন্ত্রমনা মানুষ হিসাবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে তিনি উচ্চকন্ঠ ছিলেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন ওয়ান ইলেভেনের ক্রান্তিকালে সময়েও গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশে বিবাদমান রাজণৈতিক প্রতিপক্ষসমূহের সাথে যারা অবাধে কথা বলতে পারতেন, সংযোগ স্থাপনকারীর ভূমিকা পালন করতেন তার মধ্যে তিনি ছিলেন অগ্রগামী। কখনো কখনো তিনি অভিভাবকতুল্য ভূমিকাও পালন করেছেন।
তিনি বলেন, মানবদরদী রফিক উল হক ছিলেন মুক্ত হস্ত। আদ্বীন হাসপাতাল, বারডেম হাসপাতালসহ চিকিৎসা ক্ষেত্রেও তিনি আর্থিক অবদান রেখেছেন। সজ্জন, বন্ধুবৎসল ও পরোপকারী রফিক উল হকের শূন্যতা তাড়াতাড়ি পূরণ হবে না।
বিবৃতিতে তিনি রফিক উল হক এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।