শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিল ২৭ নভেম্বর
বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিল ২৭ নভেম্বর
সংবাদ বিজ্ঞপ্তি :: আগামী ২৭ নভেম্বর ২০২০ বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিল ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে শ্রমিক নেতা আবু হাসান টিপুকে আহ্বায়ক ও ইমরান হোসেনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। প্রস্তুতি কমিটির বাকি সদস্যরা হচ্ছেন- মাহমুদ হোসেন, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী, মো. আল আমিন, শফিকুল ইসলাম নেওয়াজ, রোকসান বেগম, মো. নাসির, মো. রিয়েল, নাঈম খান। অপর ৩ জনকে পরবর্তীতে কো-অপ্ট করা হবে।
গত শুক্রবার রাতে সমাপ্ত বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আবু হাসান টিপু’র সভাপতিত্বে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ১৫ নভেম্বর ২০২০ এর মধ্যে সংগঠনের জেলা ও শিল্পাঞ্চলসমূহে কাউন্সিল সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় কাউন্সিলের অন্যান্য রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নিয়েও কতিপয় সিদ্ধান্ত নেয়া হয়।
সভার শুরুতে মহামারী, ভবন ধস, অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় শ্রমজীবী যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।