মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » ডাকসু’র ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ডাকসু’র ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ডাকসু’র ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে নারী নিপীড়নের হয়রানিমূলক মামলায় গ্রেফতার ও একের পর এক মামলায় হয়রানি ও নিপীড়নমূলক তৎপরতার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন ডাকসু’র নির্বাচিত ভিপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিপীড়নের যে পন্থা গ্রহণ করা হয়েছে তা রীতিমত ন্যাক্কারজনক। তিনি নুরুকে হয়রানি ও নিপীড়নের এই ঘটনাকে নজিরবিহীন হিসাবে আখ্যায়িত করে বলেন, এসব তৎপরতা সরকারের শক্তির পরিচয় নয় বরং তাদের হীনমন্যতার নজির। তিনি বলেন, এক নুরুকে মোকাবেলায় সরকার যে কুৎসিত, অরুচিকর ও প্রতিহিংসামূলক তৎপরতা অব্যাহত রেখেছে তা সরকারের চরম অসহিষ্ণু ও কর্তৃত্ববাদী চরিত্রের বহিঃপ্রকাশ।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, কোন রাজনৈতিক বিরোধী ও প্রতিপক্ষকেই সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করার নৈতিক জোর ও শক্তি হারিয়ে ফেলেছে। এ কারণে বিরোধীদের মোকাবেলায় তারা হয়রানি, মিথ্যা মামলা, গ্রেফতার, ভয়ভীতি প্রদর্শন ও হামলা আক্রমনের পথ গ্রহণ করেছে। যৌক্তিক ও ন্যায্য সমালোচনাতেও সরকার আতঙ্কিত হয়ে পড়ছে। সাধারণ সত্য বক্তব্যকেও তারা ভয় পাচ্ছে।
তিনি ডাকসু’র ভিপি নুরুল হক নুরুকে হয়রানি বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান।
তিনি নির্যাতন-নিপীড়নের পথ পরিহার করে সরকারকে গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় হাঁটার আহ্বান জানান।