বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » পাদুকা শিল্প জাতীয় শিল্প হিসাবে ঘোষণা দিয়ে বিদেশী জুতা আমদানী কঠোরভাবে নিয়ন্ত্রন করুন
পাদুকা শিল্প জাতীয় শিল্প হিসাবে ঘোষণা দিয়ে বিদেশী জুতা আমদানী কঠোরভাবে নিয়ন্ত্রন করুন
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক করোনা দুর্যোগজনীত লোকসান ও সংকট কাটিয়ে উঠতে পাদুকা শিল্প ও পাদুকা শ্রমিকদের জন্য নগদ আর্থিক প্রণোদনা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন এই শিল্পে করোনা মহামারীজনীত ধস কাটিয়ে উঠতে সরকারের প্রত্যক্ষ আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তৈরী পোশাকের পর চামড়া ও চামড়াজাত পণ্য দ্বিতীয় শীর্ষ রপ্তানী খাত। পাদুকা শিল্পের ভূমিকা এখানে বিরাট। তিনি বিদেশী জুতা আমদানী কঠোরভাবে নিয়ন্ত্রন করে পাদুকা শিল্পকে জাতীয় শিল্প হিসাবে ঘোষণা, জুতা তৈরীর কাঁচামাল ও পণ্যের উপর ভ্যাট প্রত্যাহার ও পাদুকা শিল্পে নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি পাদুকা শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করে তাদের সারা বছর কাজ ও বাঁচার মত মজুরী প্রদানেরও আহ্বান জানান।
তিনি চামড়াজাত পণ্য ও জুতা কারখানায় ন্যূনতম মজুরী ৭ হাজার ১০০ টাকা ঘোষণাকে অন্যায্য ও অগ্রহণযোগ্য হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন, এই মজুরী দিয়ে বর্তমান দুর্মূল্যের বাজারে শ্রমিক পরিবারের বেঁচে থাকা কঠিন। তিনি বলেন, গার্মেন্টস কারখানায় ন্যূনতম মজুরী যেখানে ৮ হাজার টাকা সেখানে এই শিল্পে ন্যূনতম মজুরী ৭১০০ টাকা কিভাবে হয় ?
তিনি অধিকার প্রতিষ্ঠান ও বাঁচার দাবি আদায়ে পাদুকা শ্রমিকদের আন্দোলন-সংগঠন জোরদার করার আহ্বান জানান।
আজ সকালে বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন শ্রমিক নেতা ইমরান হোসেন, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, মো. রিয়েল ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, জোনায়েত হোসেন প্রমুখ।