শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ ঝুঁকি ভাতা প্রদান করুন : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি
গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ ঝুঁকি ভাতা প্রদান করুন : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি
ঢাকা :: আজ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় নেতৃবৃন্দ করোনা দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্র কর্তৃক নেয়া আর্থিকন প্রণোদনা সরাসরি শ্রমিকদের কাছে পৌঁছাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, করোনা মহামারীতে উৎপাদন সচল রাখতে গার্মেন্টস শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে যে ভূমিকা পালন করে চলেছে তার জন্য মালিক ও সরকারের কাছ থেকে তাদের বাড়তি প্রণোদনা পাওয়া উচিত। নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের মধ্যেও শ্রমিকদের অমানুষিক পরিশ্রম আর কর্মনিষ্ঠার কারণে গত ক’মাসে গার্মেন্টস খাতে রপ্তানী আয় বেড়েছে; নতুন নতুন অর্ডারও বাংলাদেশে আসছে। অথচ গার্মেন্টস শ্রমিকেরা এজন্য কোন ঝুঁকি ভাতাও পাচ্ছে না। অসংখ্য শ্রমিক তাদের বকেয়া মজুরী ও বোনাস থেকেও বঞ্চিত। তারা বলেন, এর মধ্যে আবার চলছে শ্রমিক ছাঁটাইসহ নানা ধরনের হয়রানি। ন্যায্য দাবির কথা বললে, আন্দোলন করতে চাইলে তাদের নামে হয়রানিমূলক মামলাও দেয়া হচ্ছে।
সভায় নেতৃবৃন্দ অনতিবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের সকল বকেয়া বেতন-ভাতা পরিশোধ, ছাঁটাই করা গার্মেন্টস শ্রমিকদের কাজে নিয়োগ, রেশনিং ব্যবস্থা চালুসহ শ্রমিকদের মানবিক ও গণতান্ত্রিক দাবিসমূহ পূরণে কার্যকরি উদ্যোগ নিতে মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বিকালে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বক্তব্য রাখেন বিপ্লবী শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, সংগঠনের কার্যকরী সভাপতি মোফাজ্জল হোসেন মোশতাক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য হেলিম সর্দার, নাইম খান, হাবিবুর রহমান আঙ্গুর, বাবুল মিয়া, সাবিনা ইয়াসমিন, সাইফুল সরকা প্রমুখ।
সভায় গার্মেন্টস শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক বিষয়াদি নিয়েও আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।