বুধবার ● ১৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » ছবিঘর » প্রবীণ আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
প্রবীণ আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী সাইদা খানম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ এক পুরোধা কৃতী নারীকে হারিয়েছে। নানা প্রতিকুলতা ও বাধা মোকাবেলা করে পেশাদার আলোকচিত্রী হিসাবে তিনি উঠে আসেন। এক্ষেত্রে তিনি পথিকৃৎ এর ভূমিকা পালন করেন। দীর্ঘ প্রায় ছয় দশকের পেশাগত জীবনে আলোকচিত্রী হিসেবে তিনি অসাধারণ ভূমিকা পালন করেন এবং নারী আলোকচিত্রীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন। পেশাগত জীবনে সত্যজিৎ রায় থেকে শুরু করে অনেক গুণী মানুষের সাথে তাঁর ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। একুশে পদকপ্রাপ্ত এই গুণী আলোকচিত্রী কয়েকটি গ্রন্থও রচনা করেছেন। দেশের আলোকচিত্র সাংবাদিকতায় তিনি অমর হয়ে থাকবেন।
বিবৃতিতে তিনি সাইদা খানম এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।