রবিবার ● ১৯ জুলাই ২০২০
প্রথম পাতা » ছবিঘর » পাটশিল্প রক্ষার দাবিতে আগামীকাল বাম জোটের বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত মানব প্রাচীর কর্মসূচী
পাটশিল্প রক্ষার দাবিতে আগামীকাল বাম জোটের বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত মানব প্রাচীর কর্মসূচী
ঢাকা :: রাষ্ট্রীয় পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত বাতিল, গোল্ডেন হ্যান্ডশেক এর নামে বন্ধ বা পিপিপি নয় আধুনিকায়ন করে পাটকর চালু রাখা, সরকারের দুর্নীতি, লুটপাট, ভূলনীতি পরিহার এবং লোকসানের জন্য দায়ী বি.জে.এম.সি ও পাট মন্ত্রনালয়ের কর্মকর্তাদের বিচার এবং পাট, পাটশিল্প ও পাটচাষীদের রক্ষার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্দ্যোগে আগামীকাল ২০ জুলাই ২০২০ সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১ ঘন্টা বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত মানব প্রাচীর কর্মসূচী অনুষ্ঠিত হবে। একই দাবিতে সারাদেশে মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচী পালিত হবে।
ঢাকায় গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত মানব প্রাচীর কর্মসূচীর প্রধান প্রধান ষ্পট ও নেতৃবৃন্দের অবস্থান নিন্মরুপ-
১. বঙ্গভবন (রাজউক): রাজেকুজ্জামান রতন, সাজ্জাদ জহির রতন, আকবর খান, মানস নন্দী, নজরুল ইসলাম, শহীদুল ইসলাম সবুজ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
২. পল্টন মোড়: রুহীন হোসেন প্রিন্স, নিখিল দাস ও ফকরুদ্দিন কবির আতিক।
৩. প্রেসক্লাব: বজলুর রশীদ ফিরোজ, আব্দুল্লাহ কাফী রতন, বহ্নি শিখা জামালী, হামিদুল হক, সীমা দত্ত, শামীম ইমাম প্রমুখ।
৪. শাহবাগ: প্রধানত ছাত্র গণসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, বাম জোটের পক্ষ থেকে মানবেন্দ্র দেব, অনুপকুন্ড, আমেনা খাতুন প্রমুখ।
৫. সাইন্স ল্যাবরেটরি ( সিটি কলেজ) : উপস্থিত থাকবেন কমরেড মোশরেফা মিশু, আবুল মালেক, আহসান হাবিব বুলবুল, শংকর, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক প্রমুখ।
৬. গণভবন ( প্রবর্তনা বা আসদ গেট মোড় ) : উপস্থিত থাকবেন কমরেড সাইফুল হক, আহসান হাবিব লাভলু, জুনায়েদ সাকি, অধ্যাপক আব্দুস সাত্তার, খালেকুজ্জামান লিপন, রাগিব আহসান মুন্না, আকম জহিরুল ইসলাম, মাহবুব আলম, সাজেদুল হক রুবেল, লুনা নুর, আব্দুল্লাহ শাহরিয়ার সাগর প্রমুখ নেতৃবৃন্দ।
এ ছাড়াও কলাবাগান, বাটা সিগনাল, মৎস ভবনসহ বিভিন্ন স্থানে বামজোটসহ অন্যান্য প্রগতিশীল গণতান্ত্রিক দল, গণসংগঠন, ব্যক্তি উপরোক্ত দাবিতে স্ব স্ব আবস্থান থেকে প্লেকার্ড, ফেস্টুন নিয়ে অংশগ্রহন করবেন।
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ আজ ১৯ জুলাই ২০২০ সংবাদ পত্রে দেয়া এক বিবৃতিতে পাট, পাট শিল্প ও পাটচাষীদের রক্ষা এবং পাটকল বন্ধের সরকারের গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামীকাল ঢাকায় বঙ্গভবন থেকে গণভবন এবং সারাদেশে মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচীতে দলমত নির্বিশেষে সকল বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক দেশ প্রেমিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, গোষ্ঠিকে যার যার অবস্থান থেকে অংশগ্রহন করে সাফল্যমন্ডিত করার জন্যে উদাত্ত আহবান জানিয়েছেন।