শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে ভারত এবার বাংলাদেশকে পানিতে মারার ব্যবস্থা করেছে
রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে ভারত এবার বাংলাদেশকে পানিতে মারার ব্যবস্থা করেছে
আজ সকালে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ও কাজ সম্পর্কে বিভ্রান্তির কোন অবকাশ নেই। অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হবারও কোন অবকাশ নেই। তাদেরকে বিতর্কিত করার প্রয়াসও বন্ধ করা দরকার।
তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী জরুরী কাজগুলো যেমন এগিয়ে নিতে হবে, তেমনি একটি যৌক্তিক সময়ের মধ্যে তাদেরকে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশও নিশ্চিত করতে হবে।তিনি বিভ্রান্তি এড়াতে অন্তর্বর্তী সরকারকে তাদের কাজের একটি রোড়ম্যাপ প্রকাশ করারও আহবান জানান।
তিনি বলেন অভূতপূর্ব ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বৈষম্যহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের যে সম্ভাবনা তৈরী হয়েছে তাকে কাজে লাগাতে হবে।কোন হটকারিতা বা রোমান্টিকতা দিয়ে সে সম্ভাবনা নষ্ট করা যাবেনা। তিনি বলেন, দেশের এই গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে আমাদের অকুতোভয় তরুন যুবরা উদ্যোগী ভূমিকা পালন করবে।
তিনি বলেন, ভারত এই পর্যন্ত আমাদের সৎ প্রতিবেশীর পরিচয় দিতে পারেনি। রাজনৈতিক ভাবে ব্যর্থ হয়ে এখন তারা বাংলাদেশকে পানিতে মারার ব্যবস্থা করেছে। বাংলাদেশকে না জানিয়েই ভারত এবার একসাথে তাদের পূর্বাঞ্চলের সব জলাধারের মুখ খুলে দিয়েছে। তিনি বানভাসি মানুষের পাশে দাঁড়াতে যুব সম্প্রদায়সহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্রতিনিধি সভার বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক বলেন, রংপুরে আত্মদানের মধ্য দিয়ে আবু সাঈদ ভয়কে পরাজিত করেছে এবং ছাত্র তরুণসহ দেশবাসীর মধ্যে হার না মানা অসীম সাহসের জন্ম দিয়েছে। তিনি বলেন মানুষের অধিকার আর মুক্তির জন্য হাসতে হাসতে যারা জীবন দিতে চায় তাদেরকে হারানো যায়না।তিনি গণ অভ্যুত্থানের হাজারো শহীদদের রক্তভেজা পথে একটা বৈষম্যহীন মানবিক সমাজ গঠনের সারথি হতে বিপ্লবী যুব সংহতির নেতা কর্মীদের পেতি আহবান জানান।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সদস্যসচিব মীর রেজাউল আলম এর সঞ্চালনায় এই প্রতিনিধি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি নারী নেত্রী বহ্নিশিখা জামালী, বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনছার আলী দুলাল, খেতমজুর ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির আহবায়ক জামাল সিকদার, প্রাক্তন ছাত্র নেতে রাশেদুল ইসলাম রাসেল, এডভোকেট ফায়েজুর রহমান মুনির,যুব প্রতিনিধি মোহাম্মদ সালাউদ্দিন, মাসুম রেজা, মিশকাত শেখ,তানিশা রহমান, মাইনুদ্দিন,সুমন হাওলাদার, মো. মহসিন, জাহিদুল ইসলাম, রিমন শেখ,মো. হাসেম প্রমুখ।
সভায় বিপ্লবী যুব সংহতির উদ্যোগে বন্যাপীড়িত মানুষদের রক্ষায় যুব উদ্যোগ আরও জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভার শুরুতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।