বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » সাবেক সেনা ও পুলিশ প্রধানের কর্মকান্ড দূর্নীতি ও দূর্বৃত্তায়নের খণ্ডাংশ মাত্র
সাবেক সেনা ও পুলিশ প্রধানের কর্মকান্ড দূর্নীতি ও দূর্বৃত্তায়নের খণ্ডাংশ মাত্র
আজ বিকালে পার্টির রাজনৈতিক পরিষদের সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সাবেক সেনাবাহিনী প্রধান ও পুলিশ প্রধানের অপরাধমূলক কর্মকাণ্ডের যেটুকু প্রকাশিত হয়েছে তা দূর্নীতি ও দূর্বৃত্তায়নের খণ্ডাংশ মাত্র।হিমবাহের নয়ভাগের আট ভাগ যেমন পানির নীচে থাকে এদের অপরাধমূলক হাজারো তৎপরতারও বড় অংশই এখনও অজানা।সরকারকে টিকিয়ে রাখার উপঢৌকন হিসাবেই তারা তাদের অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে। রাষ্ট্রীয় ক্ষমতার ছত্রছায়ায় এরকম শত শত মেগা অপরাধি গড়ে তোলা হয়েছে।এর দায়দায়িত্ব অবশ্যই সরকার ও সরকারি দলের।
তিনি বলেন, এদের সীমাহীন দূর্নীতি এবং ভারতে সরকার দলীয় এমপির নৃশংস হত্যাকাণ্ডের দায়দায়িত্ব সরকারের এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই।কারণ সরকার ও সরকারি দল গত দেড় দশক ধরে তারকা অপরাধীদের প্রধান আশ্রয় কেন্দ্রে পরিনত হয়েছে।
তিনি বলেন, ভোট ছাড়া ক্ষমতায় থাকতে যেয়ে সরকারের ভিতর বাইরে অসংখ্য অপরাধী ও দূর্বৃত্তদের জন্ম দেয়া হয়েছে। জবাবদিহিমূলক আইনের শাসনকে বিদায় দিয়ে বাস্তবে দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দেয়া হয়েছে। এই পরিস্থিতি চলতে দিলে দেশ অচিরে ভয়াবহ বিপর্যয়ে নিপতিত হবে।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে অবিলম্বে জনম্যান্ডেটহীন ডামি সরকারের পদত্যাগ, ডামি সংসদ বাতিল, বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরী। একইসাথে গোটা রাষ্ট্র, সরকার ও সংবিধানের গণতান্ত্রিক রুপান্তরও জরুরী।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পরিষদের এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।
সভায় আগামী ১৪ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী চূড়ান্ত করা হয়।