সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » ৭ মামলার আসামী নরসিংদীর মোস্তফা ইয়াবাসহ রাঙামাটিতে গ্রেফতার
৭ মামলার আসামী নরসিংদীর মোস্তফা ইয়াবাসহ রাঙামাটিতে গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: আজ ২৯ জানুয়ারি-২০২৪ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহ. উপ পরিদর্শক লিটন কুমার নন্দী, সিপাই সালাহউদ্দিন কাদের,সনজয় রুদ্র এর সমন্বয়ে গঠিত দল রাঙামাটি শহরের বিজন সরণি উত্তর কালিন্দীপুর ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস দোকানের সামনে দুপুর সোয়া ১টার দিকে রাস্তার উপর দাড়িয়ে থাকা আসামী মো. মাকসুদুর রহমান ওরফে মোস্তফা (৩৮),পিতা- মো. আবু তাহের, মাতা- সাহারা বেগম, সাং- কাঠালতলী (নুর ইসলামের বাড়ি), থানা- কোতয়ালী জেলা- রাঙামাটি পার্বত্য জেলা। স্থায়ী ঠিকানা, সাং- বাজনাব (বীর বাগবে, সরকারী, পো. চন্দনপুর), থানা- বেলাবো, জেলা- নরসিংদী কে ঘেরাও করে ৩ জন সাক্ষী সামনে আসামীর দেহ তল্লাশি করে আসামীর পরিহিত প্যান্টের ডান পকেটে একটি সিগারেটের প্যাকেটে সাদা রঙের পলিথিন প্যাকেটের মধ্যে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে আসামীকে হাতে নাতে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, সনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় অপরাধ করায় রাঙামাটি কোতয়ালী থানায় মামলা নং-১৫/২০২৪ তারিখ- ২৯ জানুয়ারি-২০২৪ একটি মাদক আইনে মামলা রুজু করার বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজ।
২৪০ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামী মো. মাকসুদুর রহমান ওরফে মোস্তফা এর বিরুদ্ধে (১) রাঙামাটি সদর থানার জিডি নং-২৮৯, তারিখ- ০৬/০৭/২০২৩ ১টি মামলা,(২) রাঙামাটি সদর থানার, এফ. আই. আর. নং-০৩, তারিখ- ১০/১০/২০ ২২, জিআর- ১৪৬, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, সনের ৩৬ (১) সারণির ১০(ক)/৪১, ১টি মামলা, (৩) রাঙামাটি সদর থানার, জিডি নং-৪২৪, তারিখ- ১০/১০/২০২২ ১টি মামলা,(৪) রাঙামাটি সদর থানার, এফ. আই. আর. নং-১২, ১৩/০৪/২০১৯ ইংরেজি, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১০ (ক), ১টি মামলা, (৫) রাঙামাটি সদর থানার, এফ. আই. আর. নং-১৮, তারিখ- ২৫/১২/২০১৮, জিআর-৪২০/১৮, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সনের ৩৬ (১) সারণির ১৯(১) এর ৯(ক), ১টি মামলা এবং (৬) রাঙামাটি এর রাঙামাটি সদর থানার, এফ. আই. আর. নং-০৪, তারিখ- ০৯/০৫/২০১৮,জিআর-১১৫/১৮, তারিখ- ১০/০৫/২০১৮, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০, সনের ১৯(১) এর ৯(খ) ধারায় ১টি মামলাসহ মোট ০৭টি মাদক মামলা রয়েছে এবং মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলে সহকারী পরিচালক আব্দুল হালিম রাজ জানান।