বুধবার ● ২৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » গণতন্ত্র মঞ্চের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা
গণতন্ত্র মঞ্চের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা
আজ ২৬শে ডিসেম্বর ২০২৩ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের নেতৃবৃন্দ গণমাধ্যমে প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে বলেন, গণতন্ত্র মঞ্চের পূর্ব ঘোষিত গণসংযোগ কর্মসূচি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল - জে এস ডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমান সহ জাতীয় নেতৃবৃন্দ এই সমাবেশে উপস্থিত থেকে বক্তৃতা করেন । বক্তৃতার পর গণসংযোগ করতে মতিঝিল থেকে ইত্তেফাক মোড়ের দিকে যাওয়ার সময় পুলিশ এসে বাধা প্রদান করে । সমাবেশ শুরুর পূর্বেও পুলিশ এসে বাঁধা দিয়েছে। নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা পরে সমাবেশ করতে দিলেও সমাবেশ শেষে লিফলেট বিতরণ করতে গেলে বাধা দেয় এবং হামলা করে ব্যানার কেড়ে নিয়ে নেয়। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন মাটিতে লুটিয়ে পড়েন এবং আহত হন। এসময় গণতন্ত্র মঞ্চের আরো ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হন। পুলিশের এই হামলায় পড়ে গিয়ে জননেতা সাইফুল হক কোমড়ে আঘাত পান। প্রাথমিক চিকিৎসার পর ডাঃ এর পরামর্শে এখন সজ্জাশায়ী আছেন।
গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ এ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশের হামলা ও আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সরকার গায়ের জোরে একতারফা ভাবে পাতানো একটি নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে।
সরকারের এ পাতানো নির্বাচন ইতিপূর্বে জনগণ বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে। আগামী ৭ জানুয়ারি জনগণ এই নির্বাচনে ভোট দিতে যাবে না।
নেতৃবৃন্দ সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণের দাবি মেনে নিয়ে এই সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি ঘোষণা করে, অন্তর্বর্তীকালীন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিয়ে এই রাজনৈতিক সংকট মোকাবেলা করুন। অন্যথায় জনগণ রাজপথ ছাড়বে না। আপনাদের এই এক তরফা নির্বাচনে অংশগ্রহণ করবে না, ভোটও দেবে না।
গণতন্ত্র মঞ্চ জনগণকে সেই আহ্বান জানানোর জন্যই এই গণসংযোগ কর্মসূচি পালন করছে।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই হামলাকারী পুলিশ সদস্যদের কে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি অবাধ সুষ্ঠু নির্বাচন লক্ষ্যে আগামী ৭ ই জানুয়ারি নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করে ভোট না দেওয়ার আহবান জানান।