সোমবার ● ২৯ জুন ২০২০
প্রথম পাতা » ছবিঘর » কমরেড রনো করোনা আক্রান্ত : তাঁর আশু রোগ মুক্তি কামনা করেছে বাম জোট
কমরেড রনো করোনা আক্রান্ত : তাঁর আশু রোগ মুক্তি কামনা করেছে বাম জোট
ঢাকা ::বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ এবং কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি কমরেড মুজাদিুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক আজ ২৯ জুন ২০২০ সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে দেশের বর্ষীয়ান রাজনীবিদ, বিশিষ্ট মার্কসবাদী বিপ্লবী, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম র্শীষ নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকরব খান রনো করোনা আক্রান্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন।
বিবৃতিতে বলা হয়, কমরেড রনো দীর্ঘদিন ধরেই সিওপিডিতে ভোগছিলেন। স্বাভাবিক অবস্থায়ই তাঁর অক্সিজেন সহায়তা নিতে হয়। বর্তমানে কমরেড রনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাম গণতান্ত্রিক জোট আশা প্রকাশ করেন ঢাকা মেডিকেলের চিকিৎসকগণ ও হাসপাতাল কর্তৃপক্ষ তার সুচিকিৎসার ব্যবস্থা করবেন।
বিবৃতিতে বলা হয় কমরেড রনো অবশ্যই দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।