বুধবার ● ৬ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » প্রতারণা ও অর্থ আত্মসাতের দায়ে করুনা মোহন চাকমা জেলহাজতে
প্রতারণা ও অর্থ আত্মসাতের দায়ে করুনা মোহন চাকমা জেলহাজতে
স্টাফ রিপোর্টার :: মেসার্স গ্রীণভেলী, ভেদভেদী, রাঙামাটি ফার্মে ঠিকাদার রাঙামাটির বরকল উপজেলার বেগানা ছড়ি পাড়া, বেগেনা ছড়ি গ্রামের রত্নধর চাকমার ছেলে করুনা মোহন চাকমা (৫৫) পাঁচ লক্ষ টাকা টাকা পরিশোধ না করায় প্রতারণা, বিশ্বাস ভঙ্গ ও অর্থ আত্মসাতের দায়ে রাঙামাটি পার্বত্য জেলার কগনিজেন্স আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইশরাত জাহান পুনম জামিন আবেদন নামন্জুর করে আজ ৫ সেপ্টেম্বর মঙ্গলবার করুনা মোহন চাকমাকে রাঙামাটি জেলা কারাগারে প্রেরনের আদেশ দেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/ নোটারী পাবলিক কার্যালয় রাঙামাটি পার্বত্য জেলা (মো. শাহ্ আলম,এডভোকেট) হলফনামা নং-২৫/২০২০ তারিখ:০৩/১২/২০২০ ও সিআর মামলা নং -১২৯/২০২৩ সূত্রে জানাযায়, করুনা মোহন চাকমা, জন্ম তারিখ: ০২/০৫/১৯৬৮ ইংরেজি, পিতা: রত্নধর চাকমা, মাতা: সত্য মুখী চাকমা, সাং: বেগানা ছড়ি পাড়া, বেগেনা ছড়ি, ডাকঘর: বড়কল-৪৫৭০, উপজেলা: বরকল, রাঙামাটি পার্বত্য জেলা, পেশা: ঠিকাদার, ধর্ম- বৌদ্ধ, জাতীয়তা- বাংলাদেশী হলফনামায় ঘোষণা ও প্রকাশ করে যে, সে পেশায় একজন ঠিকাদার। এমতাবস্থায়, তার পরিচালনাধীন মেসার্স গ্রীণভেলী, ভেদভেদী, রাঙামাটি ফার্মে ঠিকাদারী কাজে পুঁজি বিনিয়োগের জন্য টাকার প্রয়োজন হওয়ায় তার পরিচিত ও বিশ্বস্তবন্ধু সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন, পিতা: রুহিনী বড়ুয়া, মাতা: পুষ্প রানী বড়ুয়া, সাং: সদর হাসপাতাল এলাকা, থানা: কোতয়ালী, রাঙামাটি পার্বত্য জেলা এর নিকট থেকে ০৩/১২/২০২০ ইংরেজি তারিখে উল্লেখিত হলফনামা মূলে নির্মল বড়ুয়া মিলন এর নিকট থেকে বিনালাভে আইএফআইসি ব্যাংক লিমিটেড, রাঙামাটি শাখা, চেক নং-সিএএল-১৬৫৯৫১৮, চেক মূলে ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ টাকা) টাকা গ্রহন করেন।
হলফনামা শর্ত থাকে যে, গৃহীত ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ টাকা) টাকা গত ০৩/১২/২০২০ ইংরেজী তারিখ থেকে ২৪/১২/২০২০ ইংরেজি তারিখ অর্থাৎ আগামী ২১ (একুশ) দিনের মধ্যে ফেরত প্রদান কথা ৷
নির্ধারিত ২১(একুশ) দিন মেয়াদের মধ্যে গৃহীত আসল টাকা সমূহ করুনা মোহন চাকমা নির্মল বড়ুয়া মিলনকে ফেরত দিতে ব্যর্থ হইলে কিংবা গড়িমসি করিলে নির্মল বড়ুয়া মিলন করুনা মোহন চাকমা বিরুদ্ধে উক্ত চেক মূলে প্রতারণা, বিশ্বাস ভঙ্গ ও অর্থ আত্মসাতের দায়ে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে পারিবেন। সেখানে করুনা মোহন চাকমার কোন অজুহাত গ্রহণযোগ্য হইবে না।
চতুর ও ধূর্ত করুনা মোহন চাকমা বিভিন্ন অজুহাত দেখিয়ে নির্ধারিত ২১(একুশ) দিন মেয়াদের মধ্যে আসল টাকা সমূহ নির্মল বড়ুয়া মিলনকে কিছু টাকা পরিশোধ করে বাকি টাকা সোনালী ব্যাংক নিউ কোর্ট বিল্ডিং শাখা, হিসাব নং-৫৪১৯৭০২০০১৬২৩, চেক নং-১০/গছ নং-৫৪০০৮৮৩, ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা) টাকার একটি চেক প্রদান করেন।
করুনা মোহন চাকমার প্রদান করা চেক নির্মল বড়ুয়া মিলন তার পাওনা টাকা উত্তলন করিতে গিয়ে দেখেন করুনা মোহন চাকমা ম্যানেজিং ডাইরেক্টর মেসার্স গ্রীণভেলী অনুকুলে হিসাব নাম্বারে কোন টাকা নাই।
তার পর থেকে প্রতারক করুনা মোহন চাকমা রাঙামাটি থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করে।
সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন তার পাওনা টাকা পাওয়ার জন্য লিগ্যাল এইড অফিসার,রাঙামাটি কার্যালয়ের মাধ্যমে ১৮/১০/২০২২ মিমাংসা সভার জন্য করুনা মোহন চাকমাকে নোটিশ প্রেরন করেন।
প্রতারক ও আইন অমান্যকারী করুনা মোহন চাকমা পর-পর তিনবার মিমাংসা সভায় উপস্থিত না হওয়াতে লিগ্যাল এইড অফিসার,রাঙামাটি কার্যালয় করুনা মোহন চাকমার বিরুদ্ধে প্রতারনা ও বিশ্বাস ভঙ্গের দায়ে (৪২০ ও ৪০৬) দন্ডবিধি ধারায় একটি মামলা দায়ের করেন। যাহা রাঙামাটি পৌরসভা মেয়র আদালতে ৫জন স্বাক্ষী উপস্থিত হয়ে করুনা মোহন চাকমা বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাস ভঙ্গ ও অর্থ আত্মসাতের বিষয়টি প্রমান করেছেন।
প্রতারণা, বিশ্বাস ভঙ্গ ও অর্থ আত্মসাতকারী করুনা মোহন চাকমা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইশরাত জাহান পুনম এর কগনিজেন্স আদালতে জামিন আবেদন করিলে করুনা মোহন চাকমার জামিন আবেদন নামন্জুর করে রাঙামাটি জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।
লিগ্যাল এইড অফিসার,রাঙামাটি কার্যালয় ও বাদী নির্মল বড়ুয়া মিলন পক্ষে আইনজীবি হিসাবে উপস্থিত হয়ে আইনী লড়াই করেন বিজ্ঞ আইনজীবি এডভোকেট জুয়েল দেওয়ান, এডভোকেট সৌরভ দেওয়ান ও এডভেকেট ফায়সাল আলম। আসামী করুনা মোহন চাকমার পক্ষে আইনজীবি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞ আইনজীবি এডভোকেট মোখতার আহম্মদ এর সহকারী আইনজীবি।