বুধবার ● ২৮ জুন ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » শ্রমিকনেতা শহীদুল ইসলামের হত্যাকাণ্ডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শ্রমিকনেতা শহীদুল ইসলামের হত্যাকাণ্ডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে গতকাল গাজীপুরে বাংলাদেশ টেক্সটাইল এন্ড গারমেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা শহীদুল ইসলামের হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন মালিকপক্ষের সশস্ত্র সন্ত্রাসীদের হাতেই যে শহীদুল ইসলামকে প্রাণ হারাতে হয়েছে তা স্পষ্ট। তিনি ক্ষোভের সাথে বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখার কারণেই তাকে জীবন দিতে হয়েছে। তিনি বলেন, একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর অন্যদিকে মালিকপক্ষের ভাড়া করা সন্ত্রাসী মাস্তানদের দৌরাত্মের কারণে শ্রমিক ও শ্রমিক আন্দোলনের সংগঠকদের জীবন আজ হুমকির মুখে।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে শহীদুল ইসলামের খুনি ও মদদদাতাদের গ্রেফতার ও উপযুক্ত বিচার দাবি করেছেন। একইসাথে তিনি শ্রমিক অঞ্চলে হত্যা - সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার জন্যেও শ্রমিক - জনতার প্রতি উদাত্ত আহ্বান জানান।
অপর এক বিবৃতিতে তিনি বর্তমান দুর্মূল্যের বাজারে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতা চালুর উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, এই মহার্ঘ ভাতা স্বপ্ন আয়ের শ্রমিকদের জন্যই বেশী জরুরী।