মঙ্গলবার ● ২৫ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » পঙ্কজ ভট্টাচার্য এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
পঙ্কজ ভট্টাচার্য এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে প্রবীণ রাজনীতিবিদ ঐক্য ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে জাতি তার এক সূর্যসন্তানকে হারিয়েছে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন দেশের অসাম্প্রদায়িক প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। সামরিক স্বৈরতন্ত্রের বিরোধী আআন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।
শোক বিবৃতিতে তিনি বলেন, দেশের আদিবাসী, বিভিন্ন জাতিসত্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেছেন। প্রয়াত পঙ্কজ ভট্টাচার্য রাজনীতিকে দেশসেবার ব্রত হিসাবে গ্রহন করেছিলেন।
বিবৃতিতে তিনি পঙ্কজ ভট্টাচার্য এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর পরিবার,রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।