মঙ্গলবার ● ১৪ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » কোন সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে দিনের ভোট রাতে কেটে নেওয়া হয়না; সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতও হননা
কোন সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে দিনের ভোট রাতে কেটে নেওয়া হয়না; সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতও হননা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন কোন সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের ভোটের অধিকার হরণ করে দিনের ভোট আগের রাতে কেটে নেওয়া হয়না; সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়না।তিনি আজ সরকারি দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে (” কোন সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে তত্বাবধায়ক বা অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হয়না”।) উপরোক্ত মন্তব্য করেন।তিনি বলেন, সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি দল ও বিরোধী রাজনৈতিক দলসমূহের মধ্যে মতাদর্শ ও রাজনৈতিক অবস্থানের পার্থক্য থাকলেও নির্বাচন ও নির্বাচন পদ্ধতির স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের অবিশ্বাস - অনাস্থা বা বিরোধীতা নেই; কিন্তু বাংলাদেশে একদিকে গোটা নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে যেমন ধ্বংস করে দেয়া হয়েছে, অন্যদিকে বিরোধীদেরকে দমন করে শাসন করতে যেয়ে সরকার ও সরকারি দল রাজনীতিতে প্রতিহিংসা ও প্রতিশোধের সংস্কৃতির বিস্তার ঘটিয়ে চলেছে।
তিনি বলেন, গত দুইটি তামাশার জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার পর দেশে দলীয় সরকারের অধীনে অবাধ,নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের যে কোন অবকাশ নেই - এটা এখন আর কোন বিতর্কের বিষয় নয়।
তিনি সরকার ও সরকারি দলকে জেদ ও অহমিকা পরিহার করে নির্বাচনের পূর্বে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন অন্তর্বতী সরকার কায়েম নীতিগত সিদ্ধান্ত নিয়ে নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণে অর্থপূর্ণ ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ নিতে সরকার ও সরকারি দলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
আজ দুপুরে পার্টির শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় দফতরে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, শ্রমিক সংহতির কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, ইমরান হোসেন, আবুল কালাম আজাদ , এমডি ফিরোজ, নাঈম খান, শেখ মোহাম্মদ শিমুল, মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।
সভায় বর্তমান দুর্মূল্যের বাজারে দেশের শ্রমিকদের জীবন বাঁচাতে জরুরী ভিত্তিতে জাতীয় ন্যুনতম মজুরি কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
সভায় আশুলিয়ায় শ্রমিক নেতা মাসুদ রানার উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
সভায় আগামী ১৯ মে ২০২৩ বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিল সফল করারও আহবান জানানো হয়।