বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » সরকার ও মালিকেরা শ্রমিকদেরকে কেবল উৎপাদন বাড়াতে বলে, কিন্তু শ্রমিকদের অধিকার দেয় না : সাইফুল হক
সরকার ও মালিকেরা শ্রমিকদেরকে কেবল উৎপাদন বাড়াতে বলে, কিন্তু শ্রমিকদের অধিকার দেয় না : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, সরকার ও মালিকশ্রেণী শ্রমিকদেরকে কেবল উৎপাদন বাডাতে বলে, কিন্তু তাদের অধিকার দেয় না।তারা শ্রমিকদের গণতান্ত্রিক ও মানবিক অধিকারের স্বীকৃতি দেয় না।সরকার ও মালিকদের এক বড় অংশ শ্রমিকদেরকে উৎপাদন যন্ত্রের বেশি কিছু মনে করে না।সামগ্রিক জাতীয় উৎপাদনে শ্রমজীবী - মেহনতি মানুষের যে তার উপযুক্ত মূল্যায়ন ও মর্যাদা নেই। তিনি বলেন, অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী - মেহনতিদের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
তিনি বর্তমান দুর্মূল্যের বাজারে শ্রমিকদের টিকে থাকার জন্য বাঁচার মত মজুরি নির্ধারণ ও রেশন ব্যবস্থা চালুর দাবি জানান।তিনি জরুরী ভিত্তিতে শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতা চালু করারও আহবান জানান।
আজ সকালে আশুলিয়ার শ্রীপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন।
শ্রীপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আঞ্চলিক অফিস চত্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা অরবিন্দু বেপারি বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে হিসাবে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আবু হাসান টিপু, কেন্দ্রীয় নেতা এপোলো জামালী,সাইফুল ইসলাম, ডাঃ মনোয়ার হোসেন , শ্রমিক নেতা নাঈম খান, খোরশেদ আলম, শামীম হোসেন,এম এ আউয়াল,মোহাইমিনুল হক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপ্লবী চলচ্চিত্র সংহতির সভাপতি আজিজ টিপু ও সাধারণ সম্পাদক খায়রুল বাসার হিরন।
সম্মেলনে অরবিন্দু বেপারি বিন্দুকে সভাপতি ও ডাঃ মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটি গঠন করা হয়।
সম্মেলনে গৃহীত এক প্রস্তাবে আগামী ১০ ও ১১ ডিসেম্বর ২০২১ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন সফল করে তোলার আহবান জানানো হয়।