মঙ্গলবার ● ৩০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে জাতীয় অধ্যাপক ভাষাসংগ্রামী রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন বরেণ্য এই শিক্ষাবিদ ও গবেষকের মৃত্যুতে দেশ তার এক গুণী সন্তানকে হারিয়েছে।নজরুল গবেষণায় তিনি অনন্য অবদান রেখেছেন।
বহু দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে,বাংলা একাডেমির সভাপতিসহ নানা দায়িত্বে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
ভাষা আন্দোলনের অনেক দূর্লভ আলোকচিত্র তাঁর কাছ থেকেই পাওয়া।
বিবৃতিতে তিনি তাঁর স্মৃতি প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।