রবিবার ● ২১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান সভাপতি ও মোশতাককে সম্পাদক করে ঢাকা মহানগর কমিটি গঠন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান সভাপতি ও মোশতাককে সম্পাদক করে ঢাকা মহানগর কমিটি গঠন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির প্রতিনিধি সভার মধ্য দিয়ে পার্টির ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন করা হয়েছে।
আকবর খানকে সভাপতি ও মীর মোফাজ্জল হোসেন মোশতাককে সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরীর ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। একই সাথে মহানগর কমিটির সাত সদস্য বিশিষ্ট সম্পাদকমন্ডলীও নির্বাচিত করা হয়েছে।
মহানগর কমিটির সদস্যবৃন্দ হচ্ছেন : আকবর খান - সভাপতি
মীর মোফাজ্জল হোসেন মোশতাক - সাধারণ সম্পাদক
সদস্যবৃন্দ
এপোলো জামালী , স্নিগ্ধা সুলতানা ইভা, আবুল কালাম, মোজাম্মেল হক, শহীদুজ্জামান লাল মিয়া, কামরুজ্জামান ফিরোজ, সালাউদ্দিন, মো. রিয়েল, মো. সালমান মিয়া, বিলকিস আক্তার, হালিমা শেখ,সাইফুল ইসলাম কাঞ্চন, জোনায়েত হোসেন, হালিমা বেগম ও বিপ্লব হোসেন খান।
আগামী বছর অনুষ্ঠিতব্য পার্টির কেন্দ্রীয় কংগ্রেসকে সামনে রেখে মহানগর কমিটির পূর্ণাংগ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গতকাল রাতে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি সভায় পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক ও রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন।