শুক্রবার ● ৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত হটকারি ও চরম দায়িত্বহীন
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত হটকারি ও চরম দায়িত্বহীন
আজ সকালে শুরু হওয়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন , খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন ভয়াবহ মূল্যবৃদ্ধির সময় কেরোসিন ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে সরকার আগুনে ঘি ঢেলে দিয়েছে। সরকারের কোন জবাবদিহি ও দায়বদ্ধতা না থাকায় একলাফে লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা বাডিয়ে ৮০ টাকা নির্ধারণ এবং এলপিজি আরও একদফা মুল্যবৃদ্ধির ঘোষণা চরম হটকারি , দায়িত্বহীন ও উদ্ভট। স্বেচ্ছাচারি পন্থায় জ্বালানির এই মূল্যবৃদ্ধি জননিপীড়ন ও অত্যাচারের সামিল। সরকারের এহেন পদক্ষেপ জনগণের দুর্গতি ও দুর্দশা চরমে নিয়ে যাবে। এই পদক্ষেপে পরিবহন ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পাবে,কৃষিসহ উৎপাদনশীল খাত মারাত্মক সংকটে নিপতিত হবে,সামগ্রিকভাবে মূল্যস্ফীতিও বৃদ্ধি পাবে।
তিনি ক্ষোভের সাথে সরকারের মুল্যবৃদ্ধির যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, শুল্ক ও কর রেয়াত করলে মূল্যবৃদ্ধির প্রয়োজন হবে না।বিইআরসি এড়িয়ে নির্বাহী আদেশে যেভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে তাও বেআইনী। তিনি অনতিবিলম্বে এই হটকারি,নিপীড়নমূলক ও গনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম ও শেখ মোহাম্মদ শিমুল প্রমুখ।
সভায় আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন (প্লেনাম) এর রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং প্লেনাম সফল করে তুলতে পার্টির সদস্যদের প্রতি আহবান জানানো হয়।
সভার শুরুতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর সভাপতি প্রবীণ বিপ্লবী জননেতা ডাঃ এম এ করিম এবং এ সময় যারা মৃত্যুবরন করেছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করা হয়।