বৃহস্পতিবার ● ২৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » সাম্প্রদায়িক সহিংসতা থেকেও সরকার রাজনৈতিক সুবিধা নেবার অপচেষ্টা করছে
সাম্প্রদায়িক সহিংসতা থেকেও সরকার রাজনৈতিক সুবিধা নেবার অপচেষ্টা করছে
আজ নেত্রকোনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেছেন, সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে সরকার উদোর পিন্ডি বুধোর ঘাড়ে দেবার চেষ্টা করছে। সরকারি দলের সন্ত্রাসীদের অপকর্ম আডাল করতে তারা রাজনৈতিক বিরোধীদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। হিন্দু সম্প্রদায়ের মন্দির ও পুজামন্ডপন্ডপ কেন্দ্র করে সংঘটিত সাম্প্রদায়িক হামলা আক্রমণ ও সহিংসতা থেকেও তারা রাজনৈতিক সুবিধা নেবার অপচেষ্টা করছে। এ কারণে এবারো প্রকৃত অপরাধীদের পার পেয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সরকারি দলের অপরাধীসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
নেত্রকোনার দূর্বার গোষ্ঠী মিলনায়তনে পার্টির নেত্রকোনা জেলা কমিটির সভাপতি সজীব সরকার রতন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য পার্টির জেলা কমিটির সদস্য আবদুল হাই,মো. দুলাল মিয়া,আবু লাহাব লাইসুদ্দিন,অঞ্জন দাস ও লিপি সরকার প্রমুখ।