বৃহস্পতিবার ● ২১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » এই সরকারের আমলে মানিগুণী ব্যক্তিবর্গ প্রতিনিয়ত অপমানিত হয়ে আসছেন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এই সরকারের আমলে মানিগুণী ব্যক্তিবর্গ প্রতিনিয়ত অপমানিত হয়ে আসছেন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দেশের বরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক, লেখক গবেষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এই মামলা সরাসরি লেখক, গবেষকসহ দেশের নাগরিকদের স্বাধীন মতপ্রকাশের উপর হামলার সামিল। এই মামলা মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গবেষনামূলক বুদ্ধি বৃত্তিক অনুসন্ধানী মননগত তৎপরতার পরিপন্থী।
বিবৃতিতে তিনি বলেন, কোন লেখকের বুদ্ধিবৃত্তিক নিবন্ধ নিয়ে কারও ভিন্নমত থাকতে পারেল।সে সম্পর্কে তিনি তার মতামত প্রকাশ করে লিখতেও পারেন।সে পথে না যেয়ে তিনি লেখকের বিরুদ্ধে নিবর্তন আইনে হয়রানিমূলক মামলা করা কোন ভাবেই বরদাসত করা যায় না।
তিনি বলেন, এটা এখন স্পষ্ট যে বর্তমান সরকার তাদের মত,ভাষ্য ও ব্যাখ্যার বাইরে কোন কিছুকেই মেনে নিতে পারছে না।এটাও সরকারের চরম হীনমন্যতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, একটি বহুত্ববাদী সমাজের নাগরিকদের স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার করার কোন বিকল্প নেই।
তিনি বলেন,এই সরকারের আমলে মানি লোকদের টিকে থাকা কঠিন। প্রতিনিয়ত তাদেরকে নানাভাবে অপদস্ত ও অপমানিত হতে হচ্ছে।এসব কোন ভাল লক্ষ্মণ নয়।
তিনি বলেন, সরকার মুখে যাই বলুক, বাস্তবে ভিন্ন মতকে দমন করতেই ডিজিটাল নিরাপত্তা আইনকে যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে।
তিনি অনতিবিলম্বে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। একই সাথে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করারও আহবান জানান।