বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকল পানির দরে ব্যক্তি মালিকানায় তুলে দেবার তৎপরতা অবিলম্বে বন্ধ করুন
রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকল পানির দরে ব্যক্তি মালিকানায় তুলে দেবার তৎপরতা অবিলম্বে বন্ধ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকলগুলোকে পানির দরে ব্যক্তি মালিকানায় তুলে দিয়ে দেশের অবশিষ্ট রাষ্ট্রায়ত্ত শিল্পখাতকে পরিকল্পিত ভাবে ধ্বংস করে দেয়া হচ্ছে।সরকারের এই হঠকারী পদক্ষেপ রাষ্ট্রীয় শিল্পের মেরুদণ্ড পুরোপুরি ভেংগে দিচ্ছে।এসব শিল্পের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার সহায় সম্পদ এখন নামেমাত্র মুল্যে মুষ্টিমেয় ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, পাটকল ও চিনিকলে লোকসানের দায় শ্রমিক - কর্মচারীদের নয়।অথচ এজন্য আজ প্রায় ৭০ হাজার শ্রমিক - কর্মচারীদেরকে বেকার করে পথে বসানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতই । তিনি বলেন, সরকারের এই জাতীয় শিল্পবিরোধী সিদ্ধান্তে লক্ষ লক্ষ পাটচাষী ও আখচাষীরাও আজ অস্তিত্বের সংকটে। তিনি বলেন,সরকারের ভুলনীতি,আমলাতান্ত্রিকতা,চুরি, দূর্নীতিসহ সামগ্রিক অব্যবস্থাপনা কারণে এইভাবে জাতীয় শিল্পখাত ধ্বংস হতে পারে না। তিনি অনতিবিলম্বে পাটকল ও চিনিকলসমূহ বাক্তিমালিকানায় তুলে দেবার অপতৎপরতা বন্ধ করে জাতীয় শিল্প রক্ষায় “রাষ্ট্রায়ত্ব শিল্প কমিশন ” গঠন করে তাদের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকলের পুনরুজ্জীবনে সমন্বিত পদক্ষেপ নেবার আহবান জানান।
আজ বিকালে পার্টির কেন্দ্রীয় কমিটির ঢাকাস্থ সদস্যদের সভা থেকে তিনি এই আহবান জানান। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, এপোলো জামালী, স্নিগ্ধা সুলতানা ইভা, মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।
সভায় আগামী ১ অক্টোবর ২০২১ ঢাকায় অনুষ্ঠিতব্য পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলন সফল করার আহবান জানানো হয়।