সোমবার ● ১৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবিঘর » আগামীকাল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি জননেতা খন্দকার আলী আব্বাসের ১০ম মৃত্যুবার্ষিকী
আগামীকাল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি জননেতা খন্দকার আলী আব্বাসের ১০ম মৃত্যুবার্ষিকী
আগামীকাল ১৭ আগস্ট ২০২১ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি দেশের বামপন্থী আন্দোলনের প্রবীণ জননেতা কমরেড খন্দকার আলী আব্বাসের ১০ম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে তিনি ঢাকা ডেল্টা ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিপ্লবী জননেতার ১০ম মৃত্যুবার্ষিকীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আগামীকাল বেলা ১১টায় সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে (২৭/৮/এ, তোপখানা রোড, ৩য় তলা), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় অফিসের নীচে) শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দেশের বাম প্রগতিশীল রাজনৈতিক দল ও শ্রেণী পেশার নেতৃবৃন্দ তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আগামীকাল বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জে তাঁর কবরেও পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১০ম মৃত্যুবার্ষিকীতে তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। একই সাথে তিনি যথাযথ মর্যাদায় পার্টির প্রতিটি ইউনিটকে মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, কমরেড খন্দকার আলী আব্বাস ঢাকার নবাবগঞ্জ, দোহার, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জসহ ঢাকার বিস্তির্ণ অঞ্চলে কৃষকসহ শ্রমজীবী মেহনতি মানুষের অবিসংবাদিত নেতা ছিলেন। তিনি বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। দেশের কৃষক আন্দোলনে তাঁর ছিল অগ্রণী ভূমিকা। মৃত্যুকালে তিনি বিপ্লবী কৃষক সংহতিরও সভাপতি ছিলেন।
ঢাকার দোহার নবাবগঞ্জ অঞ্চলে স্কুল-কলেজ প্রতিষ্ঠায় ও সাংস্কৃতিক আন্দোলন প্রসারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের সাম্রাজ্যবাদ ও স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।