সোমবার ● ১৪ জুন ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশকে প্রকারান্তরে আমলাতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত করা হয়েছে
দেশকে প্রকারান্তরে আমলাতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত করা হয়েছে
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির রাজপথের ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এবং বলেছেনর রাজপথের আন্দোলনে সরকারকে পিছু হঠতে বাধ্য করতে না পারলে ভোটের অধিকারসহ কোন গণতান্ত্রিক অধিকারই নিশ্চিত হবে না। সরকার তার রাজনৈতিক বিরোধীদের বিভক্ত, দুর্বল ও ছত্রভঙ্গ করে দিয়ে চরম স্বেচ্ছাচারী ও বেপরোয়ায়া হয়ে উঠেছে। করোনা মহামারীতে সরকার আরো বিপজ্জনক কর্তৃত্বকবাদী হয়ে উঠেছে। দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক শক্তি না থাকায় সরকার এখন পুরোপুরি আমলানির্ভর হয়ে পড়েছে। বাস্তবে দেশ এখন আমলাতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছে। সরকারি দলের রাজনীতিক ও আইন প্রণেতারাও এখন সাইড লাইনে। সরকার যতবেশী গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে ততই তারা নির্যাতন-নিপীড়ন-হয়রানির দমনমূলক পন্থা অনুসরণ করছে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ কালাকানুনসমূহকে নিজেদের বর্ম হিসাবে ব্যবহার করছে। সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে তারা দুর্বল করে রাখছে।
তিনি বলেন, দেশ থেকে প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থাকেধ্বংস করে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেশকে বিপজ্জনক খাদের কিনারায় নিয়ে গেছে। এই পরিস্থিতিতে দেশে জঙ্গীবাদী চরমপন্থী রাজনীতির উত্থানের জমিন তৈরী করছে। ভোটের অধিকারসহ নাগরিক অধিকার কেড়ে নিয়ে প্রকারান্তরে সরকার নিজেরাই চরমপন্থী রাজনীতি অনুসরণ করছে। এটা আওয়ামী লীগের রাজনৈতিক ও নৈতিক পরাজয়। তিনি বলেন, সরকারের ব্যর্থতা ও অকার্যকারীতায় মহামারী দুর্যোগকালে দেশে দুর্নীতিবাজ মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। নতুন অর্থ বছরের বাজেটে এদের জন্যই বাড়তি সুযোগ করে দেয়া হয়েছে। তিনি বলেন, লুটেরা শাসকগোষ্ঠির হাতে দেশ ও জনগণের কোন নিরাপত্তা নেই। তিনি দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যত রক্ষায় জনগণের সংগ্রামী ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান।
আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
এর আগে পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের শপথ গ্রহণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় সদস্য রাশিদা বেগম, মাহমুদ হোসেন, এ্যাপোলো জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, ইমরান হোসেন ও মহানগর নেতৃবৃন্দ।
শহীদ মিনারের সংক্ষিপ্ত সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্যরা বক্তব্য রাখেন।
পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, নাটোর, বরিশাল, বগুড়া, গাইবান্ধা, রাঙামাটি, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বেলাব, নবাবগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, মানিকগঞ্জ, ধুনট, গাবতলী, কুলাউড়া প্রভৃতি জেলা উপজেলায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও শপথ গ্রহণ করা হয়।