সোমবার ● ১৪ জুন ২০২১
প্রথম পাতা » ছবিঘর » রাঙামাটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাঙামাটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জ্ঞাপন করেছে রাঙামাটি জেলা কমিটি। আজ ১৪ জুন সোমবার সকালে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে নেতৃবৃন্দ এ শ্রদ্ধাস্নাত পুষ্পমাল্য অর্পণ করেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলনের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে রাঙামাটি হাসপাতাল এলাকার পার্টির জেলা কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আবুল হাসেমের সভাপতিত্বে এসময় করোনা মহামারী পূঁজিবাদ-কর্তৃত্ববাদী শাসনের অবসান, আড়াইকোটি শ্রমজীবি পরিবারকে খাদ্য ও নগদ অর্থ প্রদান, চুরি-দুর্ণীতি-অর্থপাচার, নির্যাতন-নিপীড়ন, গুমখুন প্রতিরোধ, বাজেটে কৃষি শিল্প, গণস্বাস্থ্য ও কর্মসংস্থানকে অগ্রাধিকার, করোনা পরীক্ষা ও চিকিৎসার দায়িত্ব সরকারিভাবে গ্রহন, রাষ্ট্রীয় উদ্যোগে করোনা টিকা প্রদান, ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অপতৎপরতা বন্ধ করা, অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় অগণতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে স্বাধীনতার ঘোষনা অনুযায়ী সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র-সরকার প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, কেন্দ্রীয় সংগঠক ও রাঙামাটি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জুঁই চাকমা, সদস্য আব্দুল মান্নান রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।