রবিবার ● ১৩ জুন ২০২১
প্রথম পাতা » ছবিঘর » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে অভিনন্দন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে অভিনন্দন
সংবাদ বিজ্ঞপ্তি :: আগামীকাল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এবং জেলা ও উপজেলা পর্যায়ে শহীদ মিনারে পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ ও শপথ গ্রহণ করা হবে। এরপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১.৩০ এ অনুষ্ঠান শুরু হবে। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৮ জুন ২০২১ বিকাল ৪ টায় সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে ‘বিদ্যমান সংকট ও বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হবে।
দেশের বৈপ্লবিক পরিবর্তনকামী আদর্শের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শরীক সংগঠন। পার্টি গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি শ্রেণীপেশার আন্দোলনসহ জাতীয় সম্পদ রক্ষা, পরিবেশ সংরক্ষণসহ জনগুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি আন্দোলনেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
উল্লেখ্য, ২০০৪ সালে তৎকালীন ওয়ার্কার্স পার্টির লেজুড়বৃত্তির সুবিধাবাদী রাজনীতিকে প্রত্যাখান করে পার্টির বিপ্লবী আদর্শ ও রাজনীতি রক্ষাকল্পে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয় এবং এই প্রক্রিয়ায় পরিবর্তনকালে পার্টির তিনটি কংগ্রেস দুইটি প্লেনাম অনুষ্ঠিত হয়। ২০০৮ সালে পার্টি রাজনৈতিক দল হিসাবে ‘কোদাল’ মার্কা নির্বাচনী প্রতীক নিয়ে নিবন্ধন লাভ করে। ২০০৮ সালে পার্টি ৫টি সংসদীয় আসনে নির্বাচনে অংশগ্রহণ করে। ২০১৪ সালেপার্টি পার্টি নির্বাচন বর্জন করে। ২০১৮ সালে পার্টি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। পার্টি জোটসঙ্গী আরো পাঁচটি দলকে সাথে নিয়ে মোট ২৮টি সংসদীয় আসনে ‘কোদাল’ মার্কা নিয়ে নির্বাচন করে। এই সময়কালে পার্টি স্থানীয় সরকারের কিছু কিছু নির্বাচনেও অংশগ্রহণ করে।
পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। পার্টির সকল সদস্য, দরদি ও শুভ্যার্থীদেরকে তিনি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সময় মহামারী দুর্যোগসহ নানাদিক থেকে দেশের মানুষ যে প্রতিকুল সময় পার করছে সম্মিলিত প্রচেষ্টায় তা কাটিয়ে উঠা যাবে।